মেসি তোমার জন্য কষ্ট হয়, মেসি তোমার জন্য…

FIFA World Cup 2022

জাস্ট দুনিয়া ডেস্ক: ‘‘মেসি, তোমার জন্য কষ্ট হয়। মেসি… তোমার কথা ভাবলে যন্ত্রণায় কুঁকড়ে যায় মন। প্রতি চার বছর অন্তর এই একই যন্ত্রণার শিকার হই যে।’’ এটাই তো শেষ ছিল। এ বারও কি হল না। প্রশ্নটা ঘুম কেড়ে নিয়েছিল বুধবার গভীর রাতের। আর তো এই বিশ্বকাপে মেসি নামটা শোনা যাবে না। বদলে যাবে সবটা। এই আর্জেন্তিনা যেমন মারাদোনা পরবর্তী সময়ে কেমন একটা ফিকে হয়ে গিয়েছিল, এ বারও তো তাই হবে। মেসির পরবর্তী প্রজন্ম কোথায়? বিশ্ব ফুটবলের ভগবান হয়ে কে নামবে ওই নীল-সাদা জার্সিতে?

মনে আছে কোপা আমেরিকার ফাইনালে হেরে জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন মেসি। রিজার্ভ বেঞ্চে মুখ ঢেকে বসেছিলেন দীর্ঘক্ষণ একা একা। মাঠের মাঝে তখন ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে আর্জেন্তিনার বাকি ফুটবলাররা। ক্যামেরা মেসির মুখে জুম হতে ধরা পড়েছিল কান্না ভেজা চোখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানিয়ে দিয়েছিলেন আর না। ‘‘দেশকে কিছুই দিতে না পারার দায় নিয়ে সরে গেলাম।’’ গোটা বিশ্ব সেদিন মেসিকে অনুরোধ করেছিল, ‘‘যেও না।’’ সেই অনুরোধে সাড়া দিয়ে ফিরেছিলেন লিও। আর তো ফিরবেন না। আর বিশ্বকাপে মেসি থাকবেন না। খালি হাতেই জাতীয় দলের জার্সি খুলে রাখতে হবে মেসিকে। এই যন্ত্রণা একা মেসির নয়। এই যন্ত্রণা সবার।

বুধবার গভীর রাতে ক্রোয়েশিয়া যখন একটা একটা করে গোল করে এগিয়ে যাচ্ছিল তখন ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে যেতে দেখলাম আর্জেন্তিনাকে। সামপাওলি স্যার আপনি কী করলেন? কী ভাবলেন? হাত পা ছুড়ছিলেন সাইড লাইনে দাঁড়িয়ে। লাইন্সম্যানের সাবধানবানীও শুনতে হল। কিন্তু দল যে মুখ থুবড়ে পড়ল। রিজার্ভ বেঞ্চে আগুয়েরোর মুখটা দেখেও কষ্ট হচ্ছিল। দল হারছে রিজার্ভ বেঞ্চে বসে দেখাটা যেন আরও বেশি কষ্টের। মারাদোনার প্রাক্তন জামাইয়ের চোখে মুখে ধরা পড়ছিল ভেঙে পড়ার বলি রেখা। গ্যালারিতে মারাদোনাকেও বার কয়েক দেখা গেল যন্ত্রণায় মুখ ঢাকতে। এই কি সেই বিশ্বখ্যাত মারাদোনা? কী হল দেশটার ফুটবলের।

ইউরোপের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো

গোলের নীচে উইলি কাবালেরোর কীর্তি দেখে মনে হল পাড়া ফুটবল খেলতে নেমেছেন। সাম্পাওলি, এটাই তোমার দলের গোলকিপার। এত ক্যাসুয়াল কী হতে পারেন একজন? ৩-৪-৩ এ দল নামিয়েছিলেন সাম্পাওলি। সামনে মেজা, মেসি, আগুয়েরো। তাও গোল এল না একটাও। আর সেখানে ক্রোয়েশিয়া কোচ দারুণভাবে কাজে লাগালেন তাঁর ৪-৫-১ এর ছক। সামনে একজনকে রেখে তিনটি গোল তুলে নিলেন গেম প্ল্যানিংয়ের জন্যই। মডরিচ, রাকিটিচরা বুঝিয়ে দিলেন তাঁরাও আসলে বড় ফুটবলার। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ভীষণভাবে বদলে গেল দুই দলই। ৫৩ মিনিতে রাবিচ যে গোলটি করে খাতা খুললেন ম্যাচের সেটি তাঁকে দান করলেন আর্জেন্তিনা গোলকিপার স্বয়ং। গোলকিপারের ওই পাড়া ফুটবলের ভঙ্গি দেখেও মেসি তোমার জন্যই কষ্ট হল।

মেসি তোমার জন্য কষ্ট হয়

গোলের পর মডরিচ

৮০ মিনিটে মডরিচ আর অতিরিক্ত সমে রাকিটিচ শেষ করে দিলেন আর্জেন্তিনাকে। আর্জেন্তিনার গোলে শট কোথায়? মেসি তোমার জন্য কষ্ট হয়, যখন লোকে বলে, ‘‘মেসি দেশের জন্য খেলে না শুধু ক্লাবের জন্য খেলে।’’ মেসি যখন নীল-সাদা জার্সিতে নামেন তখন তাঁর পিছনে বছরের পর বছর ধরে দুটো নামকে মিস করে এসেছে ফুটবলের বিশ্ব। তাঁরা হলেন জাভি-ইনিয়েস্তা। এতদিনে আর্জেন্তিনা দুটো জাভি-ইনিয়েস্তা বানাতে পারল না কেন? এ বার থেকে অবশ্য বার্সেলোনাতেও আর মেসির পিছনে নেই এই দুই নাম। জাভি আগেই গিয়েছেন এ বার ইনিয়েস্তাও গেলেন। ম্যাচের মধ্যে মেসিকে দেখলে অসহায় মনে হয়।

মাঝমাঠ থেকে একাই বল টানতে টানতে বক্সে নিয়ে যাচ্ছে। একাই গোলে কাছে যাওয়ার চেষ্টা করছেন, একাই মাঝমাঠে নেমে বল ধরছেন। মেসি, তুমি বড্ড একা এই আর্জেন্তিনায়। তাও গোটা দলটা তোমার দিকেই তাকিয়ে বসে থাকে। যেন ১১ জনের কাজটা তুমি একাই করে দেবে। পারলেন গোলকিপিংটাও। যদি পারতে তা হলে ক্রোয়েশিয়ার প্রথম গোলটা দেখতে হত না হয়ত। মেসি তোমার জন্য কষ্ট হচ্ছে। বিদায়টা মধুর হবে না হয়ত এই দল নিয়ে। শেষ ১৬ কোনও রকমে হলেও তার পরটা যে এই দলের জন্য বড্ড কঠিন। তাই যন্ত্রণা হয় শুধুই মেসির কথা ভেবে।