কেদার যাদব‌‌ কাঁধে চোট পেয়ে ছিটকে গেলেন আইপিএল থেকে

কেদার যাদব‌‌কেদার যাদব

জাস্ট দুনিয়া ডেস্ক: কেদার যাদব‌‌ চোট পেলেন, যা নিয়ে চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। হঠাৎই চিন্তা ভারতীয় শিবিরে। আইপিএলের ম্যাচে চোট পেয়ে বসলেন কেদার যাদব। বাকি আইপিএলে তো বটেই, বিশ্বকাপেও কিছুটা হলেও অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি।

রবিবার ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‌কেদারের এক্স–‌রে আর স্ক্যান হবে। মনে হয় না আইপিএলে ওকে আর দেখা যাবে। ফলে এখন একটাই প্রশ্ন, ও বিশ্বকাপে খেলতে পারবে কিনা। আশা করি, চোটটা গুরুতর নয়।’‌

সোমবার চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে টুইটারে কেদারের একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘‌আমাদের এই সিংহ আইপিএলের বাকি ম্যাচগুলোয় মাঠের বাইরেই থাকবে। কাঁধের চোট সারিয়ে ও যাতে আবার দ্রুত মাঠে ফিরতে পারে, তার জন্য ওকে শুভেচ্ছা। ওকে আমরা মিস করব।’‌

আইপিএল ২০১৯ প্লে-অফ খেলবে মুম্বই-চেন্নাই-দিল্লি-হায়দ্রাবাদ

রবিবার কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের। পাঞ্জাবের ইনিংসের ১৪ ‌তম ওভারে রবীন্দ্র জাদেজার একটি ওভার থ্রো আটকাতে গিয়ে বাঁদিকে ঝাঁপান কেদার। তখনই চোট পান। সিএসকে–‌র ফিজিও টমি সিমসেকের সঙ্গে মাঠ ছাড়েন তিনি।

অন্য একটি সূত্র অবশ্য জানাচ্ছে, দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবেন তিনি। ওই সূত্রের বক্তব্য, ‘‌সাবধানতা অবলম্বন করার জন্যই কেদারকে আর খেলানো হচ্ছে না আইপিএলে। কাঁধের হাড় সরে গিয়েছে বলে মনে হয় না। মনে হচ্ছে, এটা গ্রেড ১ ট্রমা চোট। দুই সপ্তাহের মধ্যে চোট সারিয়ে উঠতে পারবে বলে মনে হচ্ছে। যেহেতু ও ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, তাই প্লে–‌অফে খেলিয়ে বাড়তি ঝুঁকি নেওয়া হচ্ছে না।’‌‌‌

গত বছরের আইপিএলেও চোট পেয়েছিলেন কেদার যাদব। মাত্র একটি ম্যাচ খেলার পর হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য গোটা প্রতিযোগিতা থেকেই সরে দাঁড়াতে বাধ্য হন। এরপর গত বছর ভারতের ইংল্যান্ড সফরেও তিনি চোটের জন্য বাদ পড়েন। সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারতীয় দলে আবার ফিরলেও একাধিকবার চোট পান। এবার আইপিএলেও ভাল খেলতে পারেননি। ১২টি ম্যাচে মাত্র ১৬২ রান করেন।‌

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)