বক্সিং ডে টেস্ট, ভারতীয় দলে হতে পারে একগুচ্ছ পরিবর্তন

গোলাপি বল টেস্ট

জাস্ট দুনিয়া ডেস্ক: বক্সিং ডে টেস্ট নিয়ে ভারতীয় দলে অনেক জল্পনা। মেলবোর্নে ভারতীয় দলে হতে পারে একগুচ্ছ পরিবর্তন। দ্বিতীয় টেস্টে চোটের জন্য খেলতে পারেননি রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। চোট সারিয়ে রোহিত শর্মার ফেরা নিশচিত হলেও অশ্বিন সম্ভবত বক্সিং ডে টেস্ট দলে ফিরতে পারছেন না। যদিও তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দলে ডেকে নেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যেকে। রিহ্যাবে থাকার কারণে প্রথম দুই টেস্টে তিনি খেলতে পারেননি।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ফল এই মুহূর্তে ১-১ প্রথম টেস্ট ভারত ৩১ রানে জিতে নিয়েছিল। দ্বিতীয় টেস্ট অনেক বিতর্কে ঘেরা হলেও জিতে নেয় আয়োজক দেশ অস্ট্রেলিয়া। চার টেস্টের সিরিজে বক্সিং ডে টেস্ট দুই দলের জন্যই যে কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতের কোচ রবি শাস্ত্রী বলেন, ‘‘অশ্বিনকে আরও ৪৮ ঘণ্টা দেখা হবে। তার পরই বোঝা যাবে ওকে নিয়ে কী সিদ্ধান্ত নিতে হবে।’’

রবীন্দ্র জাডেজারও হালকা চোট রয়েছে। তবে রোহিত ফিট জানিয়ে দিলেন কোচ। তিনি বলেন, ‘‘রোহিত খুব ভাল উন্নতি করেছে। আগামীকাল দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আজ ওকে দেখে ভালই লাগছিল।’’

মিতালী-হরমনপ্রীত নিউজিল্যান্ড সফরে খেলবেন একে অপরের নেতৃত্বে  

পার্থে জাডেজাকে দলে না রাখা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। তবে কেন তাঁকে দলে রাখা হয়নি সে বিষয়ে রবিবারর নিশ্চিত করেছেন রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘‘পার্থে জাডএজা ৭০-৮০ শতাংশ ফিট ছিল। তা আমরা ওকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইনি। ও যদি এখানে ৮০ শতাংশ ফিট থাকে তা হলে এখানে খেলবে। ভারতেও ইনজেকশন নিয়ে ও ডোমেস্টিক ক্রিকেট খেলেছে। হাতে ওর এখনও সমস্যা রয়েছে। এখানে এসেও ওকে ইনজেকশন নিতে হয়েছে। যত দ্রুত ও ফিট হবে ভেবেছিলাম তেমনটা হয়নি।’’

আইপিএল নিলাম ২০১৯-এর ফল

আগামী ২৪ ঘণ্টা ভারতীয় দলের প্লেয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেরই চোট রয়েছে। এই ২৪ ঘণ্টা দেখে নেওয়া হবে কে কতটা সেই চোট থেকে নিজেকে সুস্থ করে তুলতে পারছেন। তার উপরই নির্ভর করবে বক্সিং ডে টেস্টে ভারতের দল নির্বাচন।

পার্থ টেস্টের পর থেকেই একটা কানাঘুঁষো খুব বেশি করে শোনা যাচ্ছে, ভারতীয় দলের ওপেনিং জুটি নিয়ে। শেষ দুই টেস্টে চূড়ান্ত ফ্লপ লোকেশ রাহুল আর মুরলী বিজয়। যদিও শেষ দুই টেস্টের জন্য পরিবর্ত ওপেনার ডেকে নেওয়া হয়েছে দলে। কিন্তু কোনও এক অজ্ঞ্যাত কারনে বার বার ওপেনিংয়ে উঠে আসছে রোহিত শর্মার নাম।

যদিও প্রথম টেস্টে ব্যাট হাতে সাফল্য আসেনি রোহিতের। দীর্ঘদিন পর টেস্টে সুযোগ পেয়েছেন। যদি ওপেন করার সুযোগ আসে তা হলে নিজেকে আরও একবার প্রমাণ করার সময় পাবেন রোহিত।