করোনায় মৃতের সংখ্যা গোটা দেশে প্রায় সাড়ে ১৬ হাজার, বিশ্বে ৫ লক্ষেরও বেশি

করোনায় মৃতের সংখ্যাবিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়াল।

জাস্ট দুনিয়া ডেস্ক: করোনায় মৃতের সংখ্যা গোটা দেশে প্রায় সাড়ে ১৬ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ৩৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৬ হাজার ৪৭৫ জন মারা গিয়েছেন করোনা-আক্রান্ত হয়ে। তার মধ্যে ৭ হাজার ৪২৯ জন মারা গিয়েছেন মহারাষ্ট্রে। দিল্লিতে ২ হাজার ৬২৩ জন। গুজরাতে ১ হাজার ৮০৮ জনের প্রাণ গিয়েছে করোনায়। তামিলনাড়ুতেও মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ৪৫৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন করোনায়। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮। এর মধ্যে প্রায় ৩০ হাজার রোগী বেড়েছে গত দু’দিনে। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, দেশে ৩ লক্ষেরও বেশি কোভিড রোগী সেরে উঠেছেন। দেশে অ্যাক্টিভ রোগীর চেয়ে মোট সুস্থের সংখ্যা এখন ১ লক্ষ ৬ হাজার ৬৬১ বেশি। সুস্থতার হার ৫৮.৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৩১ হাজার ৯৫টি নমুনা পরীক্ষা হয়েছে।


(করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন
)

অন্য দিকে গোটা বিশ্বের হিসেব বলছে, এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫ লক্ষ মানুষ মারা গিয়েছেন। রবিবারই গোটা বিশ্বে করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গিয়েছে। তার মধ্যে আমেরিকাতেই করোনা-আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ লক্ষ ৯৭ হাজার ৪০০-র কাছাকাছি। শনিবার ফ্লরিডায় নতুন করে সাড়ে ৯ হাজার মানুষ সংক্রমিত হন ২৪ ঘণ্টায়। অরিজোনায় আক্রান্ত হন সাড়ে তিন হাজার।

এ রাজ্যেও করোনা-আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা সাড়ে ৬০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টাতেই সংখ্যাটা বেড়েছে ১৪। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৬৫৩-তে পৌঁছল। সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে, সেখানে দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত সংখ্যাটা ১৭ হাজার ৯০৭। এর মধ্যে সক্রিয় আক্রান্ত এই মুহূর্তে ৫ হাজার ৫৩৫।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে সুস্থতার হারও বেড়েছে। এ দিনের বুলেটিন অনুযায়ী, সেই হার ৬৫.৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫২৬ জন। এখনও পর্যন্ত ১১ হাজার ৭১৯ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, রাজ্যে কোভিড-১৯ টেস্টের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৯ হাজার ৫১৩টি। মোট কোভিড-১৯ টেস্ট হয়েছে ৪ লক্ষ ৬৮ হাজার ৯০৬টি। রাজ্যে ল্যাবরেটরির সংখ্যা বেড়ে হয়েছে ৫১। ৭৮টি সরকারি হাসপাতালে করোনা চিকিৎসা চলছে। বেসরকারি হাসপাতালের সংখ্যা ২৫টি।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)