ফের কাজ করছে না হোয়াটস্‌অ্যাপ, পাঠানো যাচ্ছে না ছবি-ভিডিও

ফের কাজ করছে না হোয়াটস্‌অ্যাপফের কাজ করছে না হোয়াটস্‌অ্যাপ

জাস্ট দুনিয়া ডেস্ক: ফের কাজ করছে না হোয়াটস্‌অ্যাপ, পাঠানো যাচ্ছে না ছবি-ভিডিওফের বিপত্তি হোয়াটসঅ্যাপে। রবিবার বিকেল থেকেই বিশ্ব জুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই সমস্যার মুখোমুখি হন।

কোনও এক অজ্ঞাত কারণে পাঠানো যাচ্ছে না ছবি, ভিডিও এবং কোনও স্টিকার। এমনকি ডকুমেন্ট হিসেবেও কোনও ছবি পাঠানো যাচ্ছে না। জানা গেছে, অ্যানড্রয়েড ও আইওএস– দু’রকম ফোনেই এই সমস্যা হয়েছে। সন্ধে ছ’টার পরে ঠিক হয় সমস্যা।

আরও খবর পড়তে ক্লিক করুন

এ নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। অনেকেই এই সমস্যার কথা জানিয়ে টুইট করেছেন। এক ঘণ্টারও বেশি সময় এই সমস্যা রয়েছে। ইতিমধ্যেই টুইটারে প্রথম ট্রেন্ডিং হয়ে গিয়েছে হ্যাশট্যাগ হোয়াটসঅ্যাপডাউন। প্রায় ২৩ হাজার মানুষ এই নিয়ে আলোচনা করছেন টুইটারে।

হোয়াটসঅ্যাপের মালিক সংস্থা ফেসবুক সূত্রের খবর, তারা এই সমস্যা সমাধান করার চেষ্টা করছে ইতিমধ্যেই। মূলত সার্ভারের গন্ডগোলের জন্যই এই বিপর্যয় বলে জানিয়েছে তারা।

ঘণ্টাখানেক এই সমস্যা চলার পরে সন্ধ্যা ছ’টা পাঁচ নাগাদ ঠিক হয় সমস্যা। ফের ছবি, ভিডিও পাঠানো যায়।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)