মায়ের দুধ নিরাপদ, করোনার টিকা নিলেও সমস্যা নেই বলে দাবি গবেষণায়

মায়ের দুধ নিরাপদ

জাস্ট দুনিয়া ডেস্ক: মায়ের দুধ নিরাপদ, করোনার টিকা নিলেও সমস্যা নেই বলে দাবি করলেন আমেরিকার একদল গবেষক। স্তন্যদায়িনী মায়েরা এ বার নিশ্চিন্তে মডার্না এবং ফাইজারের মতো এমআরএনএ টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন তাঁরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সম্প্রতি ঘোষণা করেছিল অন্তঃসত্ত্বা এবং স্তন্যদায়িনী মায়েরা করোনা প্রতিষেধক নিতে পারবে। তারই ভিত্তিতে ভারত-সহ বিভিন্ন দেশে অন্তঃসত্ত্বা এবং স্তন্যদায়িনীদের টিকা দেওয়া চালু হয়েছে।

কিন্তু স্তন্যদায়িনী মায়েদের শরীরে এমআরএনএ ভ্যাকসিনের প্রয়োগ নিয়ে সংশয় ছিল। বিজ্ঞানীদের একাংশ দাবি করছিলেন, স্তন্যদায়িনী মায়েদের শরীরে দেওয়া এমআরএনএ ভ্যাকসিনের খুব সামান্যতম অংশও যদি কলাকোষের মাধ্যমে দুধের মধ্যে মিশে যায়, তা হলে শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতার উপরে তা ক্ষতিকর প্রভাব ফেলবে।

সেই আশঙ্কা অমূলক বলে সম্প্রতি দাবি করেছেন আমেরিকার ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। এক গবেষণার প্রেক্ষিতে তাঁরা জানিয়েছেন, ফাইজার বা মডার্নার মতো এমআরএনএ প্রতিষেধক নিলেও মায়ের দুধে তার অস্তিত্ব মেলেনি।


(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)