অস্থির আফগানিস্তা‌ন, ভারতীয়দের ফেরাতে বিশেষ বিমান-ব্যবস্থা দিল্লির

অস্থির আফগানিস্তা‌নঅস্থির আফগানিস্তা‌ন

জাস্ট দুনিয়া ডেস্ক: অস্থির আফগানিস্তা‌ন, সে কারণেই ও দেশে থাকা ভারতীয়দের ফেরাতে বিশেষ উদ্যোগ নিল দিল্লি। বিশেষ বিমানে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে তাঁদের। মঙ্গলবার সন্ধ্যায় অস্থির আফগানিস্তা‌ন-এর মাজার-ই-শরিফ থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছে বিশেষ বিমান৷ আফগানিস্তানে পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে৷ রাজধানী কাবুল ছাড়া সে দেশে আর কোথাও তেমন নিরাপদ জায়গা আর নেই৷ কাবুলেও সন্ধ্যার পর বেরনো যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলেই জানাচ্ছে এখাধিক সংবাদমাধ্যম৷

আফগানিস্তানের উত্তরের গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরিফ দখল করতে মরিয়া তালিবান৷ ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি প্রাদেশিক রাজধানী এখন তাদের দখলে৷ সেগুলি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগান বাহিনী৷ এ দিন মাজার-ই-শরিফে অবস্থিত ভারতীয় কনস্যুলেটের তরফে টুইট করে বলা হয়, ওই শহরে থাকা যে কোনও ভারতীয় দেশে ফিরতে চাইলে বিমান ধরতে পারেন। সে জন্য কনস্যুলেটকে তাঁদের পুরো নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্ট কোন দি‌ন পর্যন্ত বৈধ সেই তারিখ হোয়াটসঅ্যাপ করে জানাতে হবে৷ এর পর দু’টি নম্বরও শেয়ার করে কনস্যুলেট—  ০৭৮৫৮৯১৩০৩ এবং ০৭৮৫৮৯১৩০১৷

এমনিতেই বেশ কিছু দিন ধরেই ভয়ঙ্কর পরিস্থিতি আফগানিস্তানে৷ একের পর এক অঞ্চল নিজেদের দখলে আনছে তালিবান৷ সোমবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দু’টি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়ে নেয় তারা৷ গত চার দিনে আফগানিস্তানের ষষ্ঠ প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে তালিবান৷ যদিও আফগান সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, নিজেদের হারানো অঞ্চল তারা পুনরায় দখল নিতেই লড়াই চালাচ্ছে৷ আফগান সেনার দাবি, উত্তরের সামাঙ্গানের রাজধানী আইবাক পুনরুদ্ধারে সফল হয়েছে তারা৷

গত ২৪ ঘণ্টায় অন্তত ১৮টি প্রদেশে আফগান বাহিনীর প্রত্যাঘাতে ৫৭২ জন তালিবান মারা গিয়েছে। আফগান সরকারের দাবি, আহত হয়েছে ৩০৯ জন। কিন্তু তাতেও স্বস্তি পাচ্ছেন না আফগান নাগরিক৷ আমেরিকা এবং ন্যাটো বাহিনী সরতে শুরু করার সঙ্গে সঙ্গেই আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে হামলা শুরু করেছে তালিবান। আফগানিস্তানে এই মুহূর্তে থাকা আমেরিকার নাগরিকদের যে ভাবেই হোক দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে জো বাইডেনের সরকার। কারণ, আফগানিস্তানে তাঁদের এখন নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিতে পারছে না কোনও পক্ষই ৷ পরিস্থিতি আগামী কয়েক দিনে আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে৷

সে জন্য কনস্যুলেটকে তাঁদের পুরো নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্ট কোন দি‌ন পর্যন্ত বৈধ সেই তারিখ হোয়াটসঅ্যাপ করে জানাতে হবে৷ এর পর দু’টি নম্বরও শেয়ার করে কনস্যুলেট—  ০৭৮৫৮৯১৩০৩ এবং ০৭৮৫৮৯১৩০১


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)