ইতিহাস গড়ে পাকিস্তানের নির্বাচনে হিন্দু মহিলা সুনিতা

ইতিহাস গড়ে পাকিস্তানের নির্বাচনে হিন্দু মহিলাসুনিতা পারমার। ছবি: টুইটার।

জাস্ট দুনিয়া ডেস্ক: ইতিহাস গড়ে পাকিস্তানের নির্বাচনে হিন্দু মহিলা । পাকিস্তানের সিন্ধ অঞ্চলের ঘটনা। সেখানেই ইতিহাস লিখতে চলেছেন সুনিতা পারমার। তিনিই প্রথম হিন্দু মহিলা যিনি লড়তে চলেছে ২৫ জুলাইয়ের নির্বাচনে।

মেঘওয়ার কমিউনিটির সুনিতা নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে সিন্ধ প্রদেশের বিধানসভার নির্বাচন কেন্দ্র পিএস-৫৬ থেকে লড়বেন তিনি। এটি থারপাকর জেলার একটি অংশ। যেখানে পাকিস্তানের মধ্যে সব থেকে বেশি হিন্দু থাকে। সুনিতার রাজনীতিতে আসার পিছনে কারণ শুধুই নেত্রী হওয়া নয়। গতবার যে সরকার গড়েছিল এবং তারা যা কথা দিয়েছিল তার কোনওটাই রাখতে পারেনি। এখানকার মানুষের জীবনযাত্রার কোনও উন্নতি হয়নি। সুনিতা বলেছেন, ‘‘এই অঞ্চলে আগের সরকার কোনও কাজ করেনি। ২১ শতকে দাঁড়িয়েও মেয়েদের জন্য সামান্য স্বাস্থ্য ও শিক্ষার উন্নতমানের ব্যবস্থা করতে পারেনি।’’

বুরারির ভাটিয়া পরিবারের বাড়ির আনাচ-কানাচ থেকে এখন শুধুই উঁকি দিচ্ছে এই ৫১ নম্বর

আর এই শিক্ষা ও স্বাস্থ্যকে হাতিয়ার করেই নির্বাচন জয়ের ব্যাপারে নিশ্চিত সুনিতা। তাঁর প্রাথমিক লক্ষ্যই মেয়েদের জন্য এই দুই ব্যবস্থার উন্নতি করা। আর সেই লক্ষ্যেই ভোট চাইছেন তিনি। বলেন, ‘‘দিনের পর দিন এই অব্যবস্থার মধ্যে থেকে মেয়েরা দুর্বল হয়ে পড়ছে। আমি নির্বাচন জয়ের বিষয়ে নিশ্চিত। ২১ শতকে দাঁড়িয়ে আমরা সিংহের সঙ্গেও লড়াই করতে তৈরি।’’

সুনিতার লড়াই তাঁর এলাকার মেয়েদের জন্য। সুনিতার লড়াই মেয়েদের শিক্ষিত করে তোলার জন্য। ২০১৭র জনগননা অনুযায়ী থারপাকর জেলায় লোক সংখ্যা ১১ কোটির বেশি। তার অর্ধেকই হিন্দু। সুনিতা হিন্দু ভোট পাওয়ার লক্ষ্যেই লড়াইয়ে নামছেন।

গত মার্চে কৃষ্ণা কুমারী কোলহি প্রথম হিন্দু দলিত মহিলা হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন পাকিস্তান পিপলস পার্টির হয়ে।