Mariupol Evacuation Operation-এ সফল ইউক্রেন সরকার

Mariupol Evacuation Operation
জাস্ট দুনিয়া ডেস্ক: সফলভাবে মারিউপোলে উদ্ধারকার্য (Mariupol Evacuation Operation) সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদোমেয়ার জেলেনেস্কি। তিনি বলেন, ‘অবশেষে আমরা সফল হয়েছি, মারিওপোলের আজোভস্টাল থেকে আমাদেরমানুষকে বের করে আনার যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা কার্যকর হয়েছে। অনেক পরিশ্রম, দীর্ঘ আলোচনা এবং বিভিন্ন মধ্যস্থতার মাধ্যমে এই কাজ সাফল্যের মুখ দেখেছে। ১৫৬ জন মানুষ আজ জাপরোঝিতে পৌঁছেছে। এরা হলেন মহিলা, শিশু। তারা দু’মাসেরও বেশি সময় ধরে বন্দি জীবন কাটাচ্ছিল। শুধু কল্পনা করুন! উদাহরণস্বরূপ, একটি শিশুর বয়স ছয় মাস, যার মধ্যে দু’মাস যে মাটির নিচে থেকে, বোমা, গোলাবর্ষণ থেকে পালিয়ে কাটিয়েছে। অবশেষে এই মানুষগুলি সম্পূর্ণ নিরাপদ। তাদের প্রয়োজনীয় সকল সাহায্য তারা পাবে। দেখে নিন আর কী বলেছেন প্রেসিডেন্ট—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)