কোভিডের ওষুধ তৈরি হয়ে যাবে আগামী বছর: ফাইজারের মুখ্য আধিকারিক

দেশ জুড়ে ভ্যাকসিন সঙ্কট

জাস্ট দুনিয়া ডেস্ক: কোভিডের ওষুধ নেই কোনও। এখনও পর্যন্ত শুধু ভ্যাকসিনই তৈরি করা সম্ভব হয়েছে। কিন্তু আগামী বছরের মধ্যে কোভিডের জন্য খাওয়ার ওষুধ তৈরি হয়ে যাবে বলে দাবি করেছেন ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা। তিনি এও জানিয়েছেন, তাঁর সংস্থা দুটো অ্যান্টিভাইরালের উপর কাজ করছে। একটি খাওয়ার ও একটি ইনজেকশন। তিনি বলেন, ‘‘আমরা আসলে দুটোর ওপর রয়েছি, একটি ইনজেকশন এবং আর একটি খাওয়ার। আমরা বেশি করে জোর দিচ্ছি খাওয়ার ওষুধের উপর। যার পর আপনাকে কোভিডের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে নায় এবং ইনজেকশনও বাড়িতেই পাওয়া যাবে।’’

অ্যালবার্টের এই তথ্য সাধারণ মানুষকে আশ্বস্ত করবে নিশ্চিত। তিনি আরও বলেন, ‘‘যদি সব ঠিক থাকে এবং আমরা যদি একই গতিতে এগোতে পারি যেমনটা এখন রয়েছি এবং যদি নিয়ন্ত্রকেরা একইভাবে চলে যেমনটা এখন চলছে, তাহলে আশা করছি এই বছরের শেষেই চলে আসবে।’’ এখনও পর্যন্ত রেমডেসিভির-ই এসেছে যাকে অক্টোবরেই ছাড়পত্র দিয়েছিল আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

এদিকে ভারত বায়োটেকের কোভাক্সিন ভারতীয় ডবল মিউট্যান্ট স্ট্রেনের জন্য কার্যকর বলে জানিয়েছেন, হোয়াইট হাউসের মুখ্য মেডিক্যাল উপদেষ্টা অ্যান্থনী ফউসি। তিনি বলেন, ‘‘এখন এটা এমনটা বিষয় যার উপর আমরা প্রতিদিনই তথ্য পাচ্ছি। কিন্তু সব থেকে নতুন তথ্য কোভিড-১৯-এর কোভালসেন্ট সেরা নিয়ে, যেসব মানুষ ভারতের ভ্যাকসিন কোভাক্সিন পেয়েছেন। এবং দেখা গিয়েছে এটি ৬১৭ ধরনকে নিরপেক্ষ করে।’’

এদিকে ফাইজারের সঙ্গে যুগ্মভাবে যে ভ্যাকসিন তৈরি করেছে বায়োএনটেক তা করোনাভাইরাসের ভারতীয় ধরনের বিরুদ্ধে কাজ করে। বায়োএনটেক সংস্থার তরফে উগুর সাহিন বলেন, ‘‘আমরা এখনও ভারতীয় ধরনের উপর পরীক্ষা চালাচ্ছি, কিন্তু তা পরিবর্তনশীল যা ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে যা আমাদের ভ্যাকসিনে কাজ হচ্ছে। তাই আমি আত্মবিশ্বাসী।’’

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)