বাবাকে জড়িয়ে ২৩ মাসের মেয়ে, মেক্সিকো সীমান্তের কাদা-জলে উদ্ধার দেহ

বাবাকে জড়িয়ে ২৩ মাসের মেয়েবাবাকে জড়িয়ে ২৩ মাসের মেয়ে

জাস্ট দুনিয়া ডেস্ক: বাবাকে জড়িয়ে ২৩ মাসের মেয়ে, মেক্সিকো সীমান্তে রিয়ো গ্রান্দে নদীর কাছে সোমবার উদ্ধার হয় ওই দুই দেহ। ঘোলাটে জল। তাতে মুখ থুবড়ে উপুড় হয়ে পড়ে বাবা আর মেয়ে। পরে জানা যায় বাবার নাম অস্কার আলবার্তো মার্তিনেজ। এবং ২৩ মাসের ওই শিশু কন্যার নাম অ্যাঞ্জি ভালেরিয়া এম।

একটা কালো টি-শার্টে বুকের উপর থেকে গলা পর্যন্ত ঢাকা দু’জনের। শিশুকন্যা অ্যাঞ্জির পরনে লাল প্যান্ট, পায়ে তখনও সযত্নে বাঁধা কালো রঙের ছোট্ট দুটো জুতো। ডান হাতে উপুড় অবস্থাতেই পিছন থেকে বাবা অস্কার আলবার্তোকে জড়িয়ে রেখেছে সে। বাবার পরনেও কালো রঙের একটা হাফ প্যান্ট।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এল সালভাডর থেকে আমেরিকায় আশ্রয় খুঁজতে এসেছিলেন অস্কার আলবার্তো। সঙ্গে ২৩ মাসের শিশুকন্যা অ্যাঞ্জি এবং স্ত্রী তানিয়া। সীমান্ত পেরোতে গিয়েই মৃত্যু হয়েছে ওই দু’জনের। তবে, তানিয়া বেঁচে আছেন। জুলিয়া লু দুক নামে এক চিত্রগ্রাহক এই ছবিটি তুলেছেন। তিনি মেক্সিকোর একটি সংবাদপত্রে গোটা ঘটনার কথা লিখেছেন বলেও সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে।

আন্তর্জাতিক খবর পড়তে এখানে ক্লিক করুন…

গত দু’মাস ধরে মেক্সিকোয় মানবিক ভিসা নিয়ে ওই পরিবারটি ছিল। কয়েক দিন ধরে মাটামোরোসের শরণার্থী শিবিরে ছিলেন ওঁরা তিন জন— স্বামী-স্ত্রী-মেয়ে। সোমবার রিয়ো গ্রান্দে নদী পেরোনোর কথা স্ত্রী তানিয়াকেও বলেন অস্কার। কিন্তু, স্ত্রী তাতে রাজি হননি। এর পর একা অস্কারই ঝাঁপিয়ে পড়েন নদীতে। বাবার দেখাদেখিও ছোট্ট মেয়েটিও ঝাঁপায়। কিন্তু জলের ধাক্কায় দু’জনের প্রাণ যায়। আর গোটাটা চোখের সামনে দেখেন তানিয়া।

বছর চারেক আগে ঠিক একই রকম একটা ছবি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। তুরস্কের সৈকতে বালির উপর উপুড় হয়ে পড়েছিল তিন বছরের একটি শিশু। তার নাম আলান কুর্দি। সিরিয়া থেকে আশ্রয়ের খোঁজে এসে তুরস্কেই জলে ডুবে মারা গিয়েছিল সে।

একটা কালো টি-শার্টে বুকের উপর থেকে গলা পর্যন্ত ঢাকা দু’জনের। শিশুকন্যা অ্যাঞ্জির পরনে লাল প্যান্ট, পায়ে তখনও সযত্নে বাঁধা কালো রঙের ছোট্ট দুটো জুতো। ডান হাতে উপুড় অবস্থাতেই পিছন থেকে বাবা অস্কার আলবার্তোকে জড়িয়ে রেখেছে সে। বাবার পরনেও কালো রঙের একটা হাফ প্যান্ট।

মেক্সিকো সীমান্ত দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে বহু মানুষের মৃত্যু হয় প্রতি বছর। গত বছরই ২৮৩টি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সংবাদ সংস্থা সূত্রে।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)