Omicron আক্রান্তদের হাসপাতালে ভর্তির ঝুঁকি কম

Omicron

জাস্ট দুনিয়া ডেস্ক: Omicron আক্রান্তদের হাসপাতালে ভর্তির ঝুঁকি কম বলে জানাল ব্রিটিশ গবেষণা। করোনার অন্য ধরনগুলোর চেয়ে অনেক বেশি সংক্রামক ওমিক্রন— এমন কথা প্রথম থেকেই বল আসছিলেন বিজ্ঞানীরা। পাশাপাশি বলা হচ্ছিল, ওমিক্রনে আক্রান্ত রোগীদের শরীরে তুলনামূলক কম জটিলতা দেখা দেয়। এ বার একই তথ্য উঠে এল ব্রিটিশ গবেষণায়। ওই গবেষণা বলছে, অন্য ধরনগুলোর তুলনায় ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির ঝুঁকি ৫০ থেকে ৭০ শতাংশ কম।

ওমিক্রন নিয়ে গবেষণাটি চালিয়েছে ব্রিটে‌নের সরকারি সংস্থা হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ)। নভেম্বরের শুরু থেকে ব্রিটিনে ওমিক্রন ও ডেলটা ধরনে আক্রান্ত রোগীদের নিয়ে গবেষণাটি করা হয়েছে। আওতায় আনা হয়েছে ব্রিটেনে ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৩২ জনকেও।

তবে ওমিক্রনের জেরে শারীরিক জটিলতা নিয়ে সুখবর শোনালেও, নেতিবাচক তথ্যও উঠে এসেছে ওই ব্রিটিশ গবেষণায়। ওই গবেষণা বলছে, টিকার বুস্টার ডোজ নেওয়ার ১০ সপ্তাহ পর থেকেই শরীরে ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষার মাত্রা কমতে থাকে। আর ধরনটি অত্যাধিক সংক্রমক হওয়ার কারণে হাসপাতালগুলোর উপর বাড়তে থাকছে বিশাল সংখ্যক রোগীর চাপ।

অনিশ্চয়তা দেখা দিয়েছে বয়স্কদের নিয়েও। বিশেষজ্ঞরা বলছেন, এখন পর্যন্ত যাঁরা ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের বেশির ভাগের বয়স চল্লিশের নীচে। ধরনটিতে বৃদ্ধরা আক্রান্ত হওয়া শুরু করলে পরিস্থিতি কী দাঁড়াবে তা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে।

Omicron

ইউকেএইচএসএ-র প্রধান জেনি হ্যারিস জানিয়েছেন, সর্ব শেষ গবেষণায় দেখা গিয়েছে, করোনার অন্য ধরনগুলোতে আক্রান্তদের চেয়ে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি তুলনামূলক কম। এই মুহূর্তে ব্রিটেনে রোগী শনাক্তের হার আকাশছোঁয়া। সে কারণে হাসপাতালে ভর্তির ঝুঁকি কম থাকলেও, প্রচুর মানুষ মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন।

এর আগে লন্ডনের ইমপিরিয়াল কলেজের প্রকাশিত গবেষণায় বলা হয়, করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত রোগীদের হাসপাতালে থাকার ঝুঁকি ডেলটায় আক্রান্তদের তুলনায় ৪০ থেকে ৪৫ শতাংশ কম। ব্রিটেনে ১ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে পাওয়া আরটিপিসিআর টেস্টের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা জানান, গবেষণা চলাকালীন বিভিন্ন তথ্যের গড় পর্যবেক্ষণের ভিত্তিতে তাঁরা দেখেছেন, ডেলটার তুলনায় ওমিক্রনে সংক্রমিত হলে হাসপাতালে থাকার ঝুঁকি কম থাকে।

অন্য দিকে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের নতুন রেকর্ড গড়েছে ব্রিটেন। বুধবার ব্রিটেনে এক দিনে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছিল। ওই দিন আক্রান্ত হন ১ লাখ ৬ হাজার ১২২ জন। বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৮৯ জন।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)