মাউন্ট এভারেস্ট এখন আরও একটু উঁচু, বেড়েছে ৮৬ সেন্টিমিটার

মাউন্ট এভারেস্ট

জাস্ট দুনিয়া ডেস্ক: মাউন্ট এভারেস্ট এখন আরও একটু উঁচু হয়েছে। তার উচ্চতা বেড়েছে ৮৬ সেন্টিমিটার। চিন এবং নেপাল যৌথ ভাবে মঙ্গলবার এই ঘোষণা করেছে।

প্রতি ১০০ বছরে মাউন্ট এভারেস্ট আধ মিটার করে বাড়ে। এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮.৮৬ মিটার। শেষ বার এভারেস্টের উচ্চতার কথা জানিয়েছিল ভারতীয় সর্বেক্ষণ বিভাগ। সেই সময় তারা বলেছিল, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার। ২০০৫ সাল পর্যন্ত চিন সেই উচ্চতাকেই মান্যতা দিয়ে এসেছিল।


বিদেশের আরও খবরের জন্য এখানে ক্লিক করুন

কেন না ২০০৫ সালে চিন আচমকা দাবি করে, ভারত ১৯৫৪ সালের যে মাপের কথা ধরেছে, সেখানে ৪ মিটার বরফ ছিল। তাদের দাবি, পাথর যতটা ততটাই এভারেস্ট উঁচু। আসলে এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৪ মিটার। নেপাল যদিও তখনও পর্যন্ত এভারেস্টের উচ্চতা মাপার কাজে কোনও দিন হাত দেয়নি। কিন্তু বেজিং ক্রমাগত এ বিষয়ে কাঠমান্ডুর উপর চাপ তৈরি করতে থাকে। শেষে নেপাল রাজি হয়। এবং গত বছর ঠিক হয়, বেজিং এবং কাঠমান্ডু যৌথ ভাবে এভারেস্টের উচ্চতার কথা ঘোষণা করবে।

সেই মতো মাপজোক শুরু হয়। মঙ্গলবার চিন ও নেপালের যৌথ ঘোষণা জানাল, এভারেস্টের উচ্চতা আরও ৮৬ সেন্টিমিটার বেড়েছে।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)