ডোনাল্ড ট্রাম্প ড্রেসিং রুমের দেওয়ালে চেপে ধরেন, বইয়ে লিখলেন লেখিকা ক্যারল

ডোনাল্ড ট্রাম্প

জাস্ট দুনিয়া ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প নাকি তাঁকে ড্রেসিং রুমের দেওয়ালে চেপে ধরেছিলেন, এমনই বিস্ফোরক লেখা লিখলেন লেখিকা ই জিন ক্যারল। তাঁর লেখা একটি বইয়ে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন বিস্ফোরক যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি।

শুক্রবার একটি মার্কিন পত্রিকায় প্রকাশিত হয়েছে ক্যারলের লেখা ওই বইয়ের অংশ বিশেষ। সেই প্রকাশিত অংশে ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে ওই যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। তিনি লিখেছেন, ১৯৯০ সালে নিউ ইয়র্কের একটি দোকানের ড্রেসিং রুমের দেওয়ালে ঠেসে ধরে ট্রাম্প তাঁর যৌন হেনস্থা করার চেষ্টা করেন।

ট্রাম্প যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, ওই ঘটনার কোনও ছবি বা ভিডিও আছে? এমনকি কোনও সংবাদমাধ্যম সেই সময় এই বিষয়ে কোনও খবর করেছিল কি না সে প্রশ্নও তুলেছেন তিনি। যে দোকানের কথা ক্যারল লিখেছেন, ট্রাম্পের প্রশ্ন, সেখানে কোনও কর্মচারী ছিলেন না? তিনি আরও দাবি করেন, ওই ভদ্রমহিলার সঙ্গে তাঁর কোনও দিন দেখাই হয়নি। ফলে হেনস্থার কোনও প্রশ্নই নেই। আর গোটাটা তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন। সঙ্গে এও জুড়েছেন, বইটা যাতে বিক্রি হয়, সে জন্য ওই মহিলা আজগুবি সব কথা বলেছেন।

(বিশ্বের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

ক্যারলের বয়স এখন ৭৫। তাঁর দাবি, যখন এই ঘটনা ঘটেছে তখন ট্রাম্প তাঁর দ্বিতীয় স্ত্রী মার্লা মেপেলসের সঙ্গে সংসার করেন। ১৯৯০ সাল। ক্যারল লিখেছেন, ড্রেসিং রুমের দেওয়ালে চেপে ধরেন ডোনাল্ড ট্রাম্প সে দিন। তিনি একটা হাত দিয়ে ট্রাম্পকে ঠেলে সরানোর চেষ্টা করেন। পরে হাঁটু দিয়ে ধাক্কা মেরে তিনি দৌড়ে ওই রুম থেকে পালান। সমস্তাটাই মিনিট তিনেকের মধ্যে হয়েছিল বলে দাবি ক্যারলের।

ক্যারল আরও লিখেছেন, হেনস্থার ওই ঘটনা নিয়ে তিনি সেই সময় পুলিশে অভিযোগ করেননি। তবে কাছের দুই বন্ধুকে বলেছিলেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়েই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন অনেক মহিলা। ২০০৫ সালের পুরনো একটি ভিডিও টেপও ফাঁস হয় সেই সময়। যেখানে মেয়েদের মহিলাদের সম্পর্কে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায় ট্রাম্পকে। এর পর ক্যারলের মতো লেখিকার এমন দাবিতে যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন ট্রাম্প। যদিও বিবৃতি দিয়ে তিনি গোটা অভিযোগটাই উড়িয়ে দিয়েছেন।