অফিসের মধ্যেই সহকারীকে চুমু, ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী পদ খোয়ালেন

অফিসের মধ্যেই সহকারীকে চুমুঅফিসের মধ্যেই সহকারীকে চুমু

জাস্ট দুনিয়া ডেস্ক: অফিসের মধ্যেই সহকারীকে চুমু খেয়ে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হল ম্যাট হ্যানকককে। তাঁর জায়গায় ব্রিটেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন পাক বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক সাজিদ জাভিদ। এর আগে সাজিদ বাণিজ্য মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। গত বছরই প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে মতানৈক্যের কারণে বাণিজ্য মন্ত্রক থেকে ইস্তফা দেন সাজিদ। হ্যানককের পদত্যাগের পর ফের তাঁকে নিজের মন্ত্রিসভায় নিয়ে এলেন বরিস। শনিবারই সাজিদ স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব বুঝে নিয়েছেন।

হ্যানককের ওই সহকারীর নাম গিনা কোলাডঅ্যাঞ্জেলো। তিনি হ্যানককের অফিসেই কাজ করতেন। তাঁকে চাকরিতে বহাল করেছিলেন হ্যানককই। কিন্তু সম্প্রতি ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’-এ একটি ছবি প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, নিজের অফিসের ভিতরেই অফিসের মধ্যেই সহকারীকে চুমু খাচ্ছেন হ্যানকক। দু’জনের আরও বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে। ওই ছবি যে দফতরের ভিতরেই তোলা এবং সেটা সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া হয়েছে, তা স্পষ্ট। এর পরেই দেশ জুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়। করোনা বিধি ভঙ্গ করেছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী, এমন অভিযোগ তুলে হ্যানককের পদত্যাগ দাবি করে বরিস-বিরোধী লেবার পার্টি। ক্রমশ চাপ বাড়তে তাকে বরিসের সরকারের উপর। ক্রমশ বাড়তে তাকা সেই চাপের মুখেই এ বার ইস্তফা দিলেন হ্যানকক।

করোনা বিধ্বস্ত ব্রিটেনে অতিমারি নিয়ন্ত্রণে আনার মূল দায়িত্ব ছিল হ্যানককের উপরে। তিনিই অতিমারি মোকাবিলায় নেতৃতেব দিচ্ছিলেন। প্রায়শই তাঁকে টেলিভিশনে দেখা যেত— কোন কোন বিধি নিষেধ মেনে অতিমারিকে ঠেকিয়ে রাখা সম্ভব, তা নিয়ে তিনি জনসাধারণকে সচেতন করতেন। সেই স্বাস্থ্যমন্ত্রী যিনি জনসাধারণকে পরস্পরের থেকে ২ মিটার দূরে থাকার পরামর্শ দিতেন, সেই তিনিই কি না নিজের অফিসের ভিতরে সহকারীকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন! এর ফলে করোনা বিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ ওঠে। হ্যানকক এবং কোলাডঅ্যাঞ্জেলো দু’জনেই বিবাহিত। শনিবার হ্যানকক বলেন, ‘‘করোনা নির্দেশিকা বিধি ভঙ্গের জন্য ক্ষমা চাইছি। আমার পরিবার এবং প্রিয়জনদের এমন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলার জন্য তাদের কাছেও ক্ষমা চাইছি।’’

এর পরেই তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন প্রধানমন্ত্রীর দফতরে। সেই ইস্তফাপত্র গৃহীত হয়। এবং নতুন স্বাস্থ্যমন্ত্রীর নামও ঘোষণা করে বরিসের অফিস। তবে কী ভাবে হ্যানককের ওই চুমু খাওয়ার ছবি ফাঁস হয়েছে, তা নিয়ে তদন্ত করবে বলে জানিয়েছে ব্রিটেন সরকার। নর্দান আয়ারল্যান্ডের মন্ত্রী ব্র্যান্ডন লুইস বলেন, ‘‘আমি যত দূর জানি, কী ভাবে সিসি ক্যামেরার ওই ফুটেজ দফতরের বাইরে বেরিয়ে গেল, তা তদন্ত করে দেখবে স্বাস্থ্য মন্ত্রক।’’

হ্যানককের ইস্তফার পর নয়া স্বাস্থ্যসচিব হিসেবে সাজিদের নাম ঘোষণা করে ডাউনিং স্ট্রিট। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘এই কঠিন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছি। অতিমারির বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি ফের মন্ত্রিসভায় শামিল হয়ে দেশের সেবা করার জন্য আপাতত মুখিয়ে আছি।’’

সাজিদের পৈতৃক বাড়ি ছিল পাকিস্তানে। তাঁর বাবা বাস চালাতেন। সেই বাসচালকের ছেলের হাতেই এ বার ধরানো হল ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রকের ‘স্টিয়ারিং’।


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)