কোফি আন্নান: রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন মহাসচিব প্রয়াত

কোফি আন্নানকোফি আন্নান

জাস্ট দুনিয়া ডেস্ক: কোফি আন্নান মারা গেলেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নানের মৃত্যু সংবাদ জানানো হয়েছে তাঁর টুইটার অ্যাকাউন্টে। ওই অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, কয়েক দিন অসুস্থ থাকার পর শনিবার সকালে মারা গিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান।

কোফি আন্নান ফাউন্ডেশনের তরফে প্রকাশ করা ওই বিবৃতিতে লেখা হয়েছে, ‘গভীর শোকের সঙ্গে কোফি আন্নানের পরিবার এবং কোফি আন্নান ফাউন্ডেশনের তরফে জানানো হচ্ছে, রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন মহাসচিব, নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কোফি আন্নান অল্প অসুস্থতার পর আজ ১৮ অগস্ট, ২০১৮ প্রয়াত হয়েছেন।’ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এ দিন সকালে সুইৎজারল্যান্ডের বার্নের এক হাসপাতালে মারা গিয়েছেন।

অটল বিহারী বাজপেয়ী: ৯৩ বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী

১৯৩৮ সালের ৮ এপ্রিল আফ্রিকার গোল্ড কোস্ট (বর্তমানে ঘানা)-এ জন্ম কোফি আন্নানের। তিনিই প্রথম আফ্রিকান যিনি রাষ্ট্রসঙ্ঘের সর্বোচ্চপদে নির্বাচিত হয়েছিলেন। ১৯৬২তে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর বাজেট অফিসার হিসাবে কাজ শুরু করেন। ১৯৯৭ থেকে ২০০৬— তিনি পর পর দু’বার রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব পদে ছিলেন। পরে ২০১২ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ৩১ অগস্ট পর্যন্ত তিনি সিরিয়ায় রাষ্ট্রসঙ্ঘের বিশেষ দূত হিসাবে কাজ শুরু করেন। সেখানে আলোচনার মাধ্যমে শান্তি প্রক্রিয়া চালিয়ে গিয়েছেন তিনি।

সঙ্ঘকে আরও সংগঠিত করা এবং আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলার পক্ষে কোফি আন্নানের ভূমিকার জন্য তাঁকে রাষ্ট্রসঙ্ঘের সঙ্গেই ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

রাষ্ট্রসঙ্ঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুটেরেজ তাঁর পূর্বসূরির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন, ‘কোফি আন্নান ছিলেন ভাল পৃথিবী গড়ে তোলার জন্য একটা বিশেষ পরিচালন শক্তি।’ তিনি আরও মন্তব্য করেন, ‘অনেক দিক থেকে কোফি আন্নানই ছিলেন রাষ্ট্রসঙ্ঘ। তিনি যে ভাবে নয়া শতাব্দীতে সঙ্ঘকে পরিচালনা করেছিলেন, নেতৃত্ব দিয়েছেন, সেই সততা এবং আত্মপ্রত্যয় এই দুনিয়ায় বিরল।’

রাষ্ট্রসঙ্ঘের তরফেও টুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘এক জন মহান মানুষ, নেতা এবং স্বপ্নদর্শী মানুষ, রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান চলে যাওয়ায় আজ আমরা গভীর ভাবে শোকাহত। জীবন ভাল ভাবে কাটিয়েছেন। জীবন সুন্দর ভাবে উদ্‌যাপনও করেছেন।’

কোফি আন্নান বিবাহিত ছিলেন। তিনি তিন সন্তানকে রেখে গিয়েছেন। তাঁর মৃত্যুতে গোটা বিশ্বই শোক প্রকাশ করেছে।