ফের পাকিস্তানের ক্যাপ্টেন ইমরান খান, বুঝিয়ে দিলেন আধ ঘণ্টার ভাষণে

পাকিস্তানের ক্যাপ্টেন ইমরান খানজাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ইমরান খান।

জাস্ট দুনিয়া ডেস্ক: এখনও ফল প্রকাশ হয়নি। কিন্তু, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় দেশের রাষ্ট্রপতি সুলভ কায়দায় জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক ইমরান খান। বুঝিয়ে দিলেন, তিনি ফের পাকিস্তানের ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব নিচ্ছেন।

পাকিস্তানের পার্লামেন্ট অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলিতে মোট ৩৪২ জন সদস্য। তার মধ্যে ২৭২ জন জনগণের ভোটে নির্বাচিত হন। সেই ২৭২-এর মধ্যে এ দিন সন্ধ্যা পর্যন্ত ৭৬টি আসনে জয়ী হয়েছে ইমরানের দল ‘পাকিস্তান তেহরিক-ই ইনসাফ’ (পিটিআই)। এগিয়ে রয়েছে ৪৩টি আসনে। কোনও দলকে সরকার গড়তে গেলে অন্তত ১৩৭টি আসন পেতে হবে। সেই হিসাবে অনেকটাই এগিয়ে রয়েছেন ইমরান।

পিটিআই-এর মূল প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন)। সেই দলের প্রধান নওয়াজ শরিফ এই মুহূর্তে জেলে রয়েছেন। তাঁর দল এ দিন সন্ধ্যা পর্যন্ত ৪৩টি আসনে জিতেছে। এগিয়ে রয়েছে ২০টি আসনে। বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপল্‌স পার্টি (পিপিপি)-র নেতা এই মুহূর্তে তাঁর ছেলে বিলাবল ভুট্টো। এখনও পর্যন্ত পিপিপি জিতেছে মোট ১৮টি আসন। এগিয়ে রয়েছে ১৯টি আসনে। কিন্তু, রাজনৈতিক পর্যবেক্ষকদের হিসাবে দিনের শেষে এগিয়ে রয়েছেন ইমরানই।

পাকিস্তান নির্বাচন: সরকার গড়ছে ইমরান খান অ্যান্ড পার্টি

এ দিন সন্ধ্যাবেলা যে ভাষণ ইমরান দিয়েছেন, সেখানে ভারত সম্পর্কেও মন্তব্য করেছেন। জানিয়েছেন, ভারতের সঙ্গে তিনি ভাল সম্পর্ক গড়তে চান। ইমরান বলেন, ‘‘আমি সত্যিই দু’দেশের মধ্যে সন্ধিটা পাকাপোক্ত করতে চাই। আপনারা যদি এক কদম এগোন, আমরা তা হলে দু’কদম এগবো।’’

ভারত সম্পর্কে আরও মন্তব্য করেন ইমরান। বছর পঁয়ষট্টির ইমরান এ দিন বলেন, ‘‘ক্রিকেটের সূত্রে আমি ভারতের সর্বত্র খুব ভাল ভাবে ঘুরেছি। ভারতের সঙ্গে ভাল সম্পর্ক গড়তে চাই।’’ তিনি আরও বলেন, ‘‘পাকিস্তানের সঙ্গে ভারতের সবচেয়ে বড় বিতর্কটি কাশ্মীরকে কেন্দ্র করে। যে ভাবে ওখানকার মানুষদের মানবাধিকার বিপন্ন হচ্ছে, তা শেষ হওয়া প্রয়োজন।’’ ভারতীয় সংবাদ মাধ্যমকেও এ দিন কটাক্ষ করেছেন তিনি। ইমরানের কথায়, ‘‘ও দেশের সংবাদ মাধ্যম আমাকে এমন ভাবে উপস্থাপন করেছে, যেন আমি বলিউড খলনায়ক! আমি ক্ষমতায় এলে পাকিস্তানে যেন সব খারাপ হবে।’’ প্রায় আধ ঘণ্টার ভাষণ দেন ইমরান।

তবে বিরোধীরাও ইমরানের বিরুদ্ধে নানা অবিযোগ এনেছে। তাদের দাবি, ইমরানের দল নির্বাচনের দিন বিভিন্ন বুথে রিগিং করেছে। শুধু তাই নয়, পাক সেনা ইমরানের দলকে অনৈতিক ভাবে নানা সাহায্য করেছেও বলে তাদের অভিযোগ।