টরন্টোয় বন্দুকবাজের হামলা, মৃত এক, আহত ১৩

টরন্টোয় বন্দুকবাজের হামলাএখানেই হয়েছিল হামলা। ছবি টুইটারে সৌজন্যে।

জাস্ট দুনিয়া ডেস্ক: টরন্টোয় বন্দুকবাজের হামলা । রবিবার রাতের ঘটনা। ছুটির দিন জমজমাট ছিল রেস্টুরেন্ট চত্তর। প্রচুর মানুষ ভির জমিয়েছিলেন স্বপরিবারে। তার মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর এই দুর্ঘটনা। এক বন্দুকবাজ হঠাৎই সেই রেস্টুরেন্টে ঢুকে এলোপাথরি গুলি চালাতে শুরু করে। তার পর নিজে আত্মঘাতি হয় সেখানেই।

এখনও পর্যন্ত যা খবর তাতে ১৪ জনের গুলি লেগেছে। একজনের ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে আর একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যু হয়েছে বন্দুকবাজেরও। কানাডা, টরন্টোর গ্রিট টাউনের ঘটনা। পুলিশ প্রত্যক্ষদর্শীদের অনুরোধ করেছে এই বন্দুক হামলা সম্পর্কে তথ্য দিতে।

টরন্টো পুলিশ একটি টুইটে জানিয়েছে, ‘‘গুলি ১৪ জনের গায়ে লেগেছে। একজন বয়স্ক মহিলার তাতে মৃত্যু হয়েছে। একজন অল্পবয়সী মেয়ের অবস্থা আশঙ্কাজনক। সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা  ২০টির বেশি গুলির শব্দ পেয়েছে। বন্দুকে বার বার গুলি ভরারও শব্দ তারা শুনেছে।’’

সাংবাদিক সম্মেলনে টরন্টো পুলিশ জানিয়েছে, ‘‘গুলি লড়াই চলেছিল সেখানে। কিন্তু তার পিছনের কারণ সম্পর্কে তদন্ত শুরু হবে। কোনও আশঙ্কাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না।’’ রবিবার রাত ১০টা নাগাদ টরন্টো পুলিশের কাছে এই হামলার খবর যায়।

যদিও টরন্টোয় এটা নতুন কোনও ঘটনা নয়। এই বছরই একাধিক এমন ঘটনা ঘটেছে। পুলিশেরই রিপোর্ট বলছে এখানে বন্দুকবাজের হামলা গত বছরের তুলনায় ২৬ থেকে বেড়ে ৫৩ শতাংশ হয়ে গিয়েছে। স্থানীয় এক বাসিন্দার পোস্ট করা ভিডিও টুইটে একাধিক গুলির শব্দ শোনা গিয়েছে।

 হিমবাহ থেকে উদ্ধার ৫০ বছর আগে হারিয়ে যাওয়া সৈনিকের দেহ