ইমরান খানের শপথে যেতে চান, তবে চাই সরকারের অনুমতি

ইমরান

জাস্ট দুনিয়া ডেস্ক: ইমরান খানের আমন্ত্রণ এসে পৌঁছেছে তাঁর কাছেও। কিন্তু সেখানে যাওয়ার ইচ্ছে থাকলেও এখনও অনিশ্চিত তাঁর যাওয়া। তিনি সুনীল গাভাস্কার। দীর্ঘদিন দুই দেশের লড়াইকে প্রায় একসঙ্গেই জমিয়ে রেখেছিলেন এই দুই কিংবদন্তী ক্রিকেটার। একজন চলে গিয়েছেন রাজনীতিতে আর একজন এখনও জড়িয়ে ক্রিকেটের সঙ্গেই। এক জন ইমরান খান। আর অন্য জন সুনীল গাভাস্কার। আর সেই ইমরান খানই এ বার হতে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই প্রথম কোনও ক্রীড়াবিদ প্রধানমন্ত্রী হবেন কোনও দেশের।

সুনীল গাভাস্কারের মতো ক্রীড়াবিদদের জন্য তো তা গর্বের। তাই এক সময় একসঙ্গে বিশ্ব ক্রিকেটকে পরিচালনা করা দুই তারকার ইচ্ছেটা একই। ইমরান চেয়েছেন সুনীল আসুক তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে। আর সুনীলও চান যেতে। কিন্তু ধারাভাষ্যের কাজ বাধ সাধছে। সঙ্গে সংশয়ও রয়েছে কেন্দ্র সরকারের অনুমতি পাওয়া যাবে কিনা। পাকিস্তানে গিয়ে খেলা বা পাকিস্তানের এ দেশে এসে খেলা বন্ধ দীর্ঘদিন। সেই অবস্থায় সেই দেশের প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আদৌ কোনও ভারতীয়ের যোগ দেওয়া কেন্দ্র মেনে নেবে কিনা সেটাও প্রশ্ন।

রবিবার সুনীল গাভাস্কার জানান, শনিবারই তাঁর কাছে আমন্ত্রণপত্র এসে পৌঁছেছে। তিনি বলেন, ‘‘আমি যেতে চাই, কিন্তু যেতে পারব কিনা সেটা একটা বড় বিষয়। কারণ আমার দ্বিতীয় টেস্টে ধারাভাষ্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠান কবে সেটাও স্পষ্ট করে বলা হয়নি। যদি সেটা ১৫ অগস্ট হয় তা হলে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কারণ সে দিন আমার মা-র ৯৩তম জন্মদিন। এবং সে দিন ভারতের স্বাধীনতা দিবস। আর সে দিনই আমার ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা বাকি তিনটি টেস্ট ম্যাচের জন্য।’’

তিনি ফের পাকিস্তানের ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব নিচ্ছেন

সুনীল গাভাস্কার এও জানিয়েছেন, তিনি যেতে চাইলেও তাঁকে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। সেখান থেকে সবুজ সঙ্কেত দিলেই তিনি যেতে পারবেন যদি বাকি সব ঠিক থাকে। ইমরানের বিরুদ্ধে একাধিক হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ খেলেছেন সানি। আর সেই ইমরানের নির্বাচন জয় দেখে খুশি তিনি। সুনীল বলেন, ‘‘ওর কাঁধে এখন অনেক দায়িত্ব। ওকে অনেক খাটতে হবে। এটা ওর প্রথম নির্বাচন নয়। এর আগে বার বার ধাক্কা খেয়েছে। যে কারণে আমি খুশি ওর এই জয়ে।’’

ইমরান খানের দল পাকিস্তান তহরিক-এ-ইনসাফ ২৭২টির মধ্যে ১১৬টি ভোট পেয়েছে। ছোট দল নিয়ে যুগ্ম সরকার গড়ার জন্য যথেষ্ট সেই ভোট। যা খবর ১১ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করবেন প্রাক্তন ক্রিকেটার ইমরান খান।  ইমরানের আমন্ত্রণের তালিকায় ভারতের অনেক সেলিব্রিটিই ছিলেন। সেই তালিকায় ছিলেন স্বয়ং অভিনেতা আমির খানও। তিনি অবশ্য যাচ্ছেন না আগেই জানিয়ে দিয়েছে। তবে তাঁর তালিকায় ছিলেন না কোনও রাজনৈতিক নেতা।