ড্রাগ ওভারডোজ, আমেরিকায় ২০২০-তে মৃত্যু হয়েছে ৯৩ হাজারের উপরে

আফগানিস্তান থেকে ছড়াচ্ছে নিষিদ্ধ মাদক

জাস্ট দুনিয়া ডেস্ক: ড্রাগ ওভারডোজ আমেরিকায় হাজার হাজার প্রান কেড়ে নিচ্ছে প্রতিদিন। ২০২০-র যে তথ্য সামনে এসেছে তা রীতিমতো আতঙ্কের। গত এক বছরে শুধু মাত্র ড্রাগ ওভারডোজ-এর কারণে মৃত্যু হয়েছে ৯৩ হাজারের উপরে মানুষের। অতিমারিতে ওপিয়ড ব্যবহার অতিমাত্রায় বেড়ে গিয়েছিল। ২০২০ ডিসেম্বর পর্যন্ত গত ১২ মাসের যে খতিয়ান দেখিয়েছে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তাতে ৯৩,৩৩১ জন‌ের মৃত্যু হয়েছে এই কারণে। যা সর্বকালের রেকর্ড। আগের বছরের থেকে যা বেড়েছে ২৯.৪ শতাংশ।

মূলত অবৈধভাবে তৈরি ফেন্টানেল তৈরি করা ওপিয়ডস গত কয়েক বছরে ৬৯,৭১০ জনের মৃত্যুর জন্য দায়ী।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)