ড্রোন হামলা সৌদি আরবে, জ্বলে উঠল সেখানকার তেল খনি এবং তৈল শোধনাগার

ড্রোন হামলা সৌদি আরবেড্রোন হামলা সৌদি আরবে

জাস্ট দুনিয়া ডেস্ক: ড্রোন হামলা সৌদি আরবে-র রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘আরামকো’র একটি তেলের খনিতে। একইসঙ্গে বিশ্বের সব চেয়ে বড় তৈল শোধনাগার কেন্দ্রে আগুন লাগিয়ে দিল ইয়েমেনের হুথি জঙ্গিরা। শনিবার সকালের ড্রোন-হানায়। সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে।

দাউ দাউ করে জ্বলছে ওই দু’টি জায়গা— আবকাইক ও খুরাইস। আরামকো-র দাবি, আবকাইক বিশ্বের বিশ্বের সব চেয়ে বড় তৈল শোধনাগার কেন্দ্র। হুথির তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওই ড্রোন হামলায় তারাই জড়িত। ইরান সমর্থিত ওই জঙ্গি সংগঠনের দাবি, হামলার জন্য তারা ১০টি ড্রোন ব্যবহার করেছিল।

এই সংক্রান্ত  আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে

শনিবার ভোর ৪টে নাগাদ আগুন লাগে আবকাইক ও খুরাইস-এ। আরামকো-র বাণিজ্যিক নিরাপত্তা বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। হামলায় কেউ হতাহত হয়নি বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

গত মে মাসেও সৌদি আরবের একটি তেলের পাইপলাইনে ড্রোন হামলা করেছিল হুথিরা। গত মাসেও সংযুক্ত আরব আমিরশাহি ও সৌদি সীমান্তের আরও একটি গুরুত্বপূর্ণ তেলের খনিতে ড্রোন ছুড়েছিল ওই জঙ্গিরা।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)