ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের গুলি, ১২ জনের মৃত্যু

Park Circus Shooting

জাস্ট দুনিয়া ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের গুলি, আমেরিকায় আবার বন্দুকবাজের হামলার শিকার সাধারণ মানুষ। এ বার ২৮ বছরের প্রাক্তন নৌসেনার হাতে প্রাণ গেল ১২ জনের। ক্যালিফোর্নিয়ার এক মিউজিকবারে বুধবার রাতের ঘটে এই ঘটনা। যেই সময় এই ঘটনা ঘটে তখন সেখান কলেজের ছাত্রছাত্রীদের ভীর ছিল। গুলি চালানোর সময় হুরোহুরিতে অনেকে পদপিষ্ট হয়ে যায়। এই ১২ জনের মধ্যে একজন পুলিশ অফিসারও রয়েছেন।

বুধবার রাত ১১.২০ নাগাদ বন্দুকবাজ বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিলে ঢুকে ঢান্ডা মাথায় গুলি চালাতে শুরু করে। ভয়ে দৌড়োদৌড়ি শুরু হয়ে যায়। তখনই ঘটে দূর্ঘটনা। শোনা যাচ্ছে পরে নিজেকেও গুলি করে আত্মহত্যা করে সেই বন্দুকবাজ।

বারের এক কর্মী টেলর হুইটলার বলেন, ‘‘ওকে দেখে মনে হচ্ছিল ও অনুশীলন করে এসেছে। ও খুব ভাল করে জানত ও কী করছে।’’

ফের মাওবাদী হামলা ছত্তীসগঢ়ে

ভেঞ্চুরা কান্ট্রি শেরিফ জিওফ ডিন সাংবাদিক সম্মেলনে বলেন, বন্দুকবাজ আমেরিকার নৌসেনার প্রাক্তন অফিসার ডেভিড লং। তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় ক্যালিফোর্নিয়ার থাউসেন্ড ওকস বারে। তবে, এখনও এই ঘটনা ঘটানোর পিছনের কারণ জানা যায়নি।

প্রশাসনের তরফে বলা হয়েছে, ‘‘আমাদের বিশ্বাস ও নিজেকে নিজেই গুলি করেছে। সে এক ভয়ঙ্কর দৃশ্য।’’ তাদের মতে, বন্দুকবাজের কাছে একটিই হ্যান্ডগান ছিল।

প্রথমে সে নিরাপত্তারক্ষীকে গুলি করে। তার পর ভিতরে ঢুকে যায়। এর পর ডান দিকে বন্দুক তাক করে গুলি করতে শুরু করে। অন্যান্য নিরাপত্তারক্ষীদের উপর গুলি চালায়। এর পর এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে।