Ukraine Issue-তে পাশে বরিস জনসন, সমর্থনে ভারতও

Boris Jhonson To Russians

জাস্ট দুনিয়া ডেস্ক: Ukraine Issue-তে কিয়েভ থেকে রীতিমতো রাশিয়ার জন্য হুঙ্কার ছুঁড়ে দিলেন বরিস জনসন। তিনি পরিষ্কার করে বলে দিলেন, যদি রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালায় তাহলে সেটা হবে রাজনৈতিক ধ্বংসের সমতুল্য। সেই বক্তব্যেই তিনি জানালেন, ইউকে ২২ হাজার ইউক্রেন সেনাবাহিনীকে ট্রেনিং দিয়েছে। ইউক্রেনের মানুষের নিজেদের অধিকার রয়েছে সরকার বেছে নেওয়ার। যখন ইউক্রেন ইস্যুতে গোটা বিশ্ব দু’ভাগ তখন আমেরিকা ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত। শুনুন কিয়েভ থেকে কী বললেন বরিস জনসন—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)