আন্তর্জাতিক বিমানে থলে হাতে ভিখারি, জুটল ভিক্ষেও

আন্তর্জাতিক বিমানে থলে হাতে ভিখারি

জাস্ট দুনিয়া ডেস্ক: আন্তর্জাতিক বিমানে থলে হাতে ভিখারি, বিশ্বাস করতে নিশ্চয়ই অসুবিধে হচ্ছে? কিন্তু বিশ্বাস করুন এমনটাই ঘটেছে এক আর্ন্তজাতিক বিমানে।

লোকাল ট্রেনে যাঁরা প্রতিনিয়ত যাতায়াত করেন তাঁরা এমন দৃশ্যের সঙ্গে ভীষণভাবে পরিচিত। বাচ্চা কোলে ভিক্ষের ঝুলি নিয়ে কখনও হাজির হচ্ছেন কোনও মা, আবার কখনও গান করতে করতে ভিক্ষে করছেন কেউ। স্টেশন চত্বরে, রাস্তায়, বাসে, ট্রামে, লোকাল ট্রেনে এ দৃশ্য বহুল পরিচিত। ঠিক এমনটাই যদি হঠাৎ আপনি দেখতে পান কোনও আন্তর্জাতিক বিমানে!

অবাক হচ্ছেন?

ভারতীয়রা দেশ ছাড়তে চাইছেন, এটা শুধুমাত্র একটা বিবৃতি নয়

অবাক হওয়ার মতোই বিষয় বটে! কাতার এয়ারওয়েজের এক ভর্তি বিমানে এমনই ঘটনা ঘটালেন এক যাত্রী। আর এক যাত্রী সেই ভিডিও টুইটারে পোস্ট করতেই তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল গোটা বিশ্বে। ভিক্ষুক যে নিজেই সেই বিমানের যাত্রীই হবে সেটাই স্বাভাবিক। এ তো আর কলকাতা বা মুম্বই শহরের লোকাল ট্রেন নয় যে বিনা টিকিটে ভিক্ষে করতে উঠে পড়া যায়। বিমানটি যাচ্ছিল কাতার থেকে ইরানের সিরাজে। যার ভাড়া ২০০০ থেকে ৩০০০ কাতারি রিয়েল। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৫৫ হাজার ৮৭৫ টাকার মতো। সেই দামের টিকিট কেটেই এই ভিক্ষুক উঠেছিলেম বিমানে। হঠাৎই তিনি একটি প্লাস্টিক প্যাকেট নিয়ে সকলের কাছে টাকা চাইতে শুরু করেন। তাঁর পাশে বসে থাকা এক যাত্রী নাকি দিয়েও দেন।

<blockquote class=”twitter-tweet” data-lang=”en”><p lang=”en” dir=”ltr”>How this Bhikari (Beggar) managed to get on this <a href=”https://twitter.com/qatarairways?ref_src=twsrc%5Etfw”>@qatarairways</a> International Flight ✈.. <a href=”https://twitter.com/hashtag/Shocking?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#Shocking</a> <a href=”https://twitter.com/hashtag/Funny?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#Funny</a> 🤪🤣 Should be investigated!! 🤔 <a href=”https://t.co/tfA7ryIytE”>pic.twitter.com/tfA7ryIytE</a></p>&mdash; Faisal Iqbal🏏🇵🇰 (@FaisalIqbalCric) <a href=”https://twitter.com/FaisalIqbalCric/status/1008858600981319680?ref_src=twsrc%5Etfw”>June 18, 2018</a></blockquote>

<script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

ভিডিওতে দেখা যাচ্ছে ঘটনাটি বিমান সেবিকাদের নজরে আসতেই তাঁরা সেই ব্যাক্তিকে নিজের জায়গায় ফিরে যাওয়ার অনুরোধ করেন। অনেকেই তার মধ্যে সেই যাত্রীর ডাকে সাড়া দিয়ে তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

পাকিস্তানের এক আমলা ড্যানিয়েল গিলানি টুইটে লেখেন, ‘‘এই ভিডিওটি দোহা-সিরাজ বিমানে তোলা হয়েছে। এই ভিক্ষুক ইরানের মানুষ। তাঁর কাছে ইরানের পাসপোর্ট ছিল। সে পারসি ভাষায় কথা বলছিল। যে মহিলা ভিডিও করছিল সেও একই ভাষাতেই কথা বলছিল।’’ তিনি আরও লেখেন, ‘‘এই বয়স্ক ব্যক্তিকে বিমানে তুলে দেওয়া হয়েছিল খালি হাতে। যে কারণে সে সবার কাছে টাকা চাইছিল।’’

<blockquote class=”twitter-tweet” data-lang=”en”><p lang=”en” dir=”ltr”>Not true. This video is made onboard a Doha-Shiraz flight. The so-called beggar, who is an Iranian deportee, speaking Farsi &amp; the lady making the video is also speaking in Farsi. The old man was deported without any money so he was asking passengers in the plane to help him out.</p>&mdash; Danyal Gilani (@DanyalGilani) <a href=”https://twitter.com/DanyalGilani/status/1009086465966530560?ref_src=twsrc%5Etfw”>June 19, 2018</a></blockquote>

<script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

এই টুইটের প্রেক্ষিতে আরও একজন যাত্রী টুইটে লেখেন, ‘‘ওই ভদ্রলোকের জন্য বিমান অনেকটাই দেড়িতে ছেড়েছিল।’’ ড্যানিয়েল যাঁর টুইটের জবাবে এতগুলো কথা লিখেছেন তাঁর নাম সৈয়দ রেজা মেহদি। তিনিও পাকিস্তানের বাসিন্দা। যদিও পরবর্তী সময়ে ড্যানিয়েল যে টুইটের প্রেক্ষিতে এই জবাব দিয়েছিলেন সেই সৈয়দ রেজা মেহদির টুইট তাঁর অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যায়নি। সেখানে তিনি দাবি করেছিলেন, এই ঘটনাটি আসলে ঘটেছে করাচি-থাইল্যান্ড বিমানে। ভিডিওটি পোস্ট করেছেন ফয়জল ইকবাল বলে এক ব্যক্তি।