Barbados ব্রিটিশ রাজতন্ত্র থেকে মুক্তি পেল ৩৯৬ বছর পর

Barbados

জাস্ট দুনিয়া ডেস্ক: Barbados ব্রিটেনের সঙ্গে ঔপনিবেশিক সম্পর্ক ছিন্ন করেছে। আনুষ্ঠানিক ভাবে সে দেশ এখন প্রজাতন্ত্র। রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিটেনের রানি এলিজাবেথকে। বারবাডোজ পেয়েছে নিজস্ব পতাকা। এর ফলে ৩৯৬ বছর পর ক্যারিবীয় এই দেশে ব্রিটিশ রাজতন্ত্রের অবসান ঘটল।

গত সোমবার মধ্যরাতের পর রাজধানী ব্রিজটাউনের চেম্বারলিন ব্রিজে নতুন বারবাডোজ প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ভাবে সূচনা হয়। হিরোস স্কোয়ারে ২১ বার তোপধ্বনি এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সেই সময় চেম্বারলিন ব্রিজে সমবেত হাজার হাজার মানুষ উল্লাসে ফেটে পড়ে। বারবাডোজের ৫৫তম স্বাধীনতা দিবস ছিল সোমবার। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এ দিন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বারবাডোজের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সান্দ্রা ম্যাসন। এর আগে এ দেশের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি। বারবাডোজ নতুন স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন নতুন রাষ্ট্রপ্রধান।

প্রজাতন্ত্র হিসেবে বারবাডোজের যাত্রা শুরুর আগে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষার ফল জানানো হয়েছিল রাজপরিবারকে। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্যারিবীয় দেশটির ৬০ শতাংশ লোকই প্রজাতন্ত্রের পক্ষে নিজেদের সমর্থন জানান। প্রতি ১০ জনে মাত্র ১ জন ছিলেন রানির শাসনে থাকার পক্ষে। রানির শাসন থেকে বেরিয়ে আসার উদ্যোগ অবশ্য বারবাডোজে নতুন নয়। ১৯৭০ সালে ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ ঔপনিবেশিক শাসন থেকে বেরিয়ে যায়। এর আগে ১৯৬৬ সালে ব্রিটেনের থেকে স্বাধীনতা পেয়েছিল বারবাডোজ।

সেই সময় এ দেশের প্রধানমন্ত্রী ছিলেন এরোল ব্যারো। তিনি রানির শাসন থেকে বেরিয়ে আসার আভাস দিয়েছিলেন। এর পর গত বছরের ৩০ নভেম্বর স্বাধীনতা দিবসে পাকাপাকি ভাবে বারবাডোজ প্রজাতন্ত্র গঠন করার ঘোষণা করেন বর্তমান প্রধানমন্ত্রী মিয়া মোতেলের। তবে প্রজাতন্ত্র হলেও কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে নাম রয়েছে বারবাডোজের। ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রিন্স চার্লস।

Barbados

বারবাডিয়ান গায়িকা রিহানাকে ‘ন্যাশনাল হিরো’র উপাধি দেন প্রধানমন্ত্রী মিয়া মোতেলে।

সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় বারবাডিয়ান গায়িকা রিহানা। এ দিন তাঁকে ‌‘ন্যাশনাল হিরো’র উপাধি দেন প্রধানমন্ত্রী মিয়া মোতেলে। রিহানার উদ্দেশে মোতেলে বলেন, ‘‘আশা করি আপনি হিরের মতো নিজেকে উজ্জ্বল রাখবেন। নিজের কাজকর্মের মধ্য দিয়ে দেশের জন্য সম্মান কুড়িয়ে আনবেন।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)