টিকটক নিষিদ্ধ হতে চলেছে আমেরিকাতেও, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

টিকটক নিষিদ্ধ

জাস্ট দুনিয়া ডেস্ক: টিকটক নিষিদ্ধ হতে চলেছে আমেরিকাতেও, শনিবার এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতেও কিছু দিন আগে চিনা অ্যাপ টিকটক  নিষিদ্ধ ঘোষণা হয়েছে। এ বার সেই পথে হাঁটতে চলেছে আমেরিকাও।

ভারতের মতো আমেরিকাতেও টিকটক একই রকম ভাবে জনপ্রিয় । কিন্তু, আমেরিকার দীর্ঘ দিনের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই টিকটক ঘুরপথে মার্কিন নাগরিকদের উপর নজরদারি চালাচ্ছে বেজিং। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন টিকটক কর্তৃপক্ষ। এই আবহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘আমরা আমেরিকায় টিকটক নিষিদ্ধ করতে চলেছি।’’

বিদেশের আরও খবরের জন্য এখানে ক্লিক করুন

টিকটক-কে নিষিদ্ধ না করে, তার মূল চিনা সংস্থা বাইটড্যান্স থেকে আলাদা হয়ে যাওয়ার প্রস্তাব দিতে পারেন ট্রাম্প— এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু সে পথে হাঁটেননি মার্কিন প্রেসিডেন্ট। টিকটকের মতো সংস্থাকে নিষিদ্ধ করতে তিনি জরুরি অর্থনৈতিক ক্ষমতাও প্রয়োগ করতে পারেন বলে জানান ট্রাম্প।

নজরদারির অভিযোগ নিয়ে টিকটক-এর সিইও আগেই জানিয়েছিলেন, তাঁদের কোনও রাজনৈতিক অ্যাজেন্ডা নেই। তাঁদের একমাত্র উদ্দেশ্য— মানুষকে প্রাণবন্ত রাখা।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)