আমাজন জ্বলছে, আগুন নেভাতে অভিনেতা লিয়োনার্দো দিলেন ৫০ লক্ষ ডলার

আমাজন জ্বলছেআমাজন জ্বলছে

জাস্ট দুনিয়া ডেস্ক: আমাজন জ্বলছে, প্রচণ্ড দাবানলে। আর তারই প্রতিবাদে নেমেছেন পরিবেশপ্রেমীরা। বিশ্ব জুড়ে চলছে আন্দোলন। তারই মধ্যে ফ্রান্সের বিয়ারিৎজ শহরে বসেছে জি-৭ শীর্ষ সম্মেলন। জি-৭-এর সদস্য দেশগুলি সোমবার জানিয়েছে, আমাজনের আগুন নেভাতে ২ কোটি ২০ লক্ষ ডলার অর্থ সাহায্য দেওয়া হবে।

এরই পাশাপাশি আমাজনের আগুন নেভাতে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন হলিউড অভিনেতা তথা পরিবেশ আন্দোলনকারী লিয়োনার্দো ডি ক্যাপ্রিয়ো। তাঁর একটি পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছে। ‘আর্থ অ্যালায়েন্স’ নামে সেই সংস্থার তরফে ৫০ লক্ষ ডলার সাহায্যের কথা জানানো হয়েছে।

এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন…

এমনিতেই প্রথম থেকে আমাজনের দাবানল নিয়ে সরব লিয়োনার্দো। এ দিন তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘‘আমাদের অর্থসাহায্যের মূল লক্ষ্য হল জঙ্গলের আদি বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়া। সেই সঙ্গে স্থানীয় যে সংস্থাগুলি আমাজনের জীববৈচিত্র বাঁচিয়ে রাখার জন্য কাজ করে চলেছে, তাদের হাতে অর্থ তুলে দেওয়া।’’

লিয়োনার্দো জানিয়েছেন, ব্রাজিলের আমাজনে ১০ লক্ষ আদি বাসিন্দার ঘর। গত কয়েক সপ্তাহ ধরে পুড়ে মরছে অন্তত ৩০ লক্ষ প্রজাতির জীব। তিনি লিখেছেন, ‘‘শুধু প্রার্থনা নয়, আরও কিছু চাই আমাজনের।’’ যেমন, ভোট দেওয়ার আগে ভেবেচিন্তে নাগরিক অধিকার প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন লিয়োনার্দো। তিনি লিখেছেন, ‘‘ব্রাজিলীয় প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো তো নিজেই কৃষক, কাঠুরেদের জন্য আমাজনের জঙ্গল খুলে দিয়েছেন! পরিণতিতে আশঙ্কাজনক অবস্থায় আমাজন।’’

লিয়োনার্দো ডি ক্যাপ্রিয়ো

লিয়োনার্দো ডি ক্যাপ্রিয়ো

ব্রাজিল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, লাগাতার জল দিয়ে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে যুদ্ধবিমানগুলি। তাদের দাবি, সাতটি প্রদেশে অভিযান নিয়ন্ত্রণ করছেন খোদ প্রেসিডেন্ট বোলসোনারো। যদিও রনডোনিয়া ছাড়া আর কোনও জায়গার খবরই জানানো হচ্ছে না। রনডোনিয়া প্রদেশের অবস্থাই সব চেয়ে খারাপ। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করেছে ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রক। তাতে দেখা যাচ্ছে, অরণ্যের মাথায় ধোঁয়ার চাঁদোয়া। যুদ্ধবিমান থেকে হাজার হাজার লিটার জল ফেলা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও সুখবর মেলেনি।

এরই পাশাপাশি আমাজনের আগুন নেভাতে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন হলিউড অভিনেতা তথা পরিবেশ আন্দোলনকারী লিয়োনার্দো ডি ক্যাপ্রিয়ো। তাঁর একটি পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছে। ‘আর্থ অ্যালায়েন্স’ নামে সেই সংস্থার তরফে ৫০ লক্ষ ডলার সাহায্যের কথা জানানো হয়েছে।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)