পোলিও মুক্ত দেশ নয় আফগানিস্তান, টিকার প্রচারে গিয়ে ফের গুলিতে নিহত ৫

শিশুদের জন্য কোভ্যাক্সিন

জাস্ট দুনিয়া ডেস্ক: পোলিও মুক্ত দেশ নয় আফগানিস্তান, সে কারণেই টিকাকরণের প্রচার চালাচ্ছিল সরকার। পাঁচ বছরের নীচে সব শিশুর পোলিও টিকা নিতে হবে। আর সেই প্রচার করতে গিয়েই বন্দুকবাজের গুলিতে প্রাণ গেল ৫ জনের। গুরুতর জখম ৪ জন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতেরা প্রত্যেকেই পোলিও টিকাকরণ কর্মসূচি প্রকল্পের সদস্য। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে আফগানিস্তানের নানগরহার প্রদেশে। তবে এই হামলার দায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন নেয়নি।

বিশ্বের একমাত্র দু’টি দেশেই এখনও পর্যন্ত পোলিও সংক্রমণ দেখা যায়। পোলিও মুক্ত দেশ নয় আফগানিস্তান এবং তার প্রতিবেশী দেশ পাকিস্তান। সে কারণেই এই দু’টি দেশে পোলিও নির্মূলীকরণে প্রচার কর্মসূচি চলে। শুধু তাই নয় পোলিও টিকাকরণ যাতে শিশুদের করিয়ে নেওয়া হয়, তা নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়। চলে টিকাকরণও। পোলিও নির্মূলীকরণের লক্ষ্যেই আফগানিস্তান প্রশাসন টিকাকরণে জোর দেয়। দেশের সর্বত্র ৫ বছরের নীচের শিশুদের টিকাকরণের লক্ষ্যে প্রচার চালায়। সেই প্রচার কর্মসূচি চলাকালীনই সরকারি কর্মীদের উপর হমলা চালায় বন্দুকবাজেরা। দু’টি পৃথক হামলায় ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন ৪ জন।

‘‘দু’টি পৃথক হামলায় টিকাকরণ কর্মসূচির দলের ৫ জন মারা গিয়েছেন। ৪ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা খুবই খারাপ।’’
আতাউল্লা খোগিয়ানি, নানগরহারের গভর্নরের মুখপাত্র


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

এর আগে গত মার্চে এমনই এক প্রচার কর্মসূচিতে হামলা চালায় জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট)। তিন মাস আগে যে নানগরহার প্রদেশের সদর জালালাবাদে  হামলা চালানো হয়েছিল, এ দিন সেখানেই হামলা চালানো হয়। একই সঙ্গে হামলা চলে জালালাবাদ লাগোয়া জেলা খোয়ানি এবং সুরখ্রুদে। নানগরহারের গভর্নরের মুখপাত্র আতাউল্লা খোগিয়ানি এই ঘটনাকে বর্বর এবং কাপুরুষোচিত বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘‘দু’টি পৃথক হামলায় টিকাকরণ কর্মসূচির দলের ৫ জন মারা গিয়েছেন। ৪ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা খুবই খারাপ।’’

ঘটনার নিন্দা করেছেন পূর্ব আফগানিস্তানে পোলিয়া টিকাকরণ কর্মসূচির আহ্বায়ক জন মহম্মদ। তিনি বলেন, ‘‘আপগানিস্তান এবং পাকিস্তানেই এখন গোটা দুনিয়ার মধ্যে পোলিও রয়ে গিয়েছে। পোলিওকে নির্মূল করতেই আমরা কাজ করি। আমাদের উপর হামলা চালিয়ে কাদের যে কী লাভ!’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)