অভিনন্দন বর্তমান ঘরে ফিরছেন আজই, আসবেন ওয়াঘা সীমান্ত দিয়ে

অভিনন্দন বর্তমান ঘরে ফিরছেনঅভিনন্দন বর্তমান

জাস্ট দুনিয়া ডেস্ক: অভিনন্দন বর্তমান ঘরে ফিরছেন ভারত-পাক উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত করে। বৃহস্পতিবার পাক পার্লামেন্টের যৌথ অধিবেশনে সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করলেন, শান্তির বার্তা দিতেই ছেড়ে দেওয়া হচ্ছে ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান-কে। আজ শুক্রবারই ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হবে অভিনন্দনকে।

এ দিন দুপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনামের হ্যানয় থেকে এমনই এক ইঙ্গিত দিয়েছিলেন। জানিয়েছিলেন, ভারত-পাকিস্তান থেকে ভাল খবর পাচ্ছে‌ন। তার কয়েক ঘণ্টার মধ্যেই ইমরান পার্লামেন্টে অভিনন্দন বর্তমান-কে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন।

বৃহস্পতিবার সকাল থেকেই সাউথ ব্লক কোনও শর্ত ছাড়াই নিরাপদে এবং সুস্থ শরীরে অভিনন্দন বর্তমান-কে ফেরানোর দাবি জানাতে থাকে। তার আগে যদিও বুধবার বিকেলে বিদেশ মন্ত্রকে ডেকে পাঠানো হয় দিল্লিতে কর্মরত পাক ডেপুটি হাইকমিশনারকে। তাঁকেও একই কথা জানানো হয়। এর পর আচমকাই এ দিন বিকেলে ইমরান খান ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান-কে ফেরত পাঠানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

এ বিষয়ে দিল্লির প্রতিক্রিয়া কী? এ দিন সন্ধ্যায় দিল্লিতে স্থল, বায়ু এবং নৌ সেনাকর্তারা একসঙ্গে সাংবাদিক বৈঠক করেন। সেখানে এয়ার ভাইস মার্শাল বলেন, ‘‘এই সিদ্ধান্ত জেনিভা কনভেনশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।’’

আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা কী বলছেন? তাঁদের একটা বড় অংশের মতে, অভিনন্দন বর্তমানকে নিয়ে আন্তর্জাতিক স্তরে প্রবল কূটনৈতিক দৌত্যে নেমে পড়ে ভারত। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চিন ও ফ্রান্সের ভারতীয় রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলেন বিদেশ সচিব বিজয় গোখেল। নয়াদিল্লির তরফে তাঁদের স্পষ্ট জানানো হয়, ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান-কে ছেড়ে দেওয়ার জন্য তাঁদেরও চাপ বাড়াতে হবে ইসলামাবাদের উপর। ফলে, অভিনন্দনের মুক্তি চেয়ে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির তরফে চাপ ছিল পাকিস্তানের উপর।

আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পেশ করে দাবি করে, জইশ-ই-মহম্মদ প্রদান মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ বলে ঘোষণা করতে হবে। এই পরিস্থিতিতে প্রবল চাপে পড়ে যায় ইসলামাবাদ। এর পরেই অভিনন্দনকে ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ইমরান খান।

ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান বুধবার গ্রেফতার হয়েছিলেন পাকিস্তানের হাতে। পাক বায়ুসেনার বেশ কয়েকটি যুদ্ধবিমান ওই দিন সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে। তাদের চ্যালেঞ্জ করতে গিয়েই পাক আকাশসীমায় ঢুকে পড়েন অভিনন্দন। পাক হামলায় তাঁর মিগ-২১ বিমানটি ধ্বংস হয়। তিনি প্যারাশুটে পাক অধিকৃত কাশ্মীরে নামতে বাধ্য হন।

ভারত-পাক উত্তেজনা: পাকিস্তানের হেফাজতে থাকা ভারতীয় পাইলটকে ফেরতের দাবি

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)