অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়: নোবেল পেয়ে অর্থনীতিতে ফের বিশ্বজয়ী বাঙালি

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

জাস্ট দুনিয়া ডেস্ক: অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এ বছরের অর্থনীতির নোবেল পেয়ে ফের ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসালেন। ১৯৯৮ সালে অমর্ত্য সেনের পর ফের এক বার ২০১৯-এ অর্থনীতিতে নোবেল পেলেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে ওই পুরস্কার দেওয়া হয়েছে তাঁর স্ত্রী এস্থার ডুফলো এবং হার্ভার্ডের অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারকে। অভিজিৎ ও এস্থার ‘আবদুল লতিফ জামিলা পভার্টি অ্যাকশন ল্যাব’ নামক একটি গবেষণাকেন্দ্রের প্রতিষ্ঠাতা।

আরও খবর পেতে ক্লিক করুন এই লিঙ্কে

পুরস্কারের খবর পেয়ে বছর আটান্নর অভিজিৎবাবু বললেন, ‘‘আমি খুশি। তবে আমার চেয়ে আরও অনেক যোগ্য আছেন।’’ অভিজিতের জন্ম ১৯৬১-র ফেব্রুয়ারিতে মুম্বইয়ে। এর পর পরই তাঁরা কলকাতায় চলে আসেন।

বাবা দীপক বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রেসিডেন্সি কলেজে অর্থনীতির অধ্যাপক। মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ও অর্থনীতির ছাত্রী এবং অধ্যাপক।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)