নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাস, আততায়ীর গুলিতে নিহত ৪৯, আহত ৪৮

নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসনিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাস

জাস্ট দুনিয়া ডেস্ক: নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাস চালাল এক আততায়ী। শুক্রবারের নমাজের সময় ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে মেশিনগান নিয়ে আক্রমণ চালায় সে। ওই হামলায় নিহত হয়েছেন ৪৯ জন। আহত ৪৮ জনের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

ক্রাইস্টচার্চের স্থানীয় সময় তখন দুপুর ১টা ৪০। জুম্মাবারের নমাজ পড়তে অনেকেই এসেছেন নুর আল মসজিদে। হঠাৎ করেই গাড়ি থেকে নেমে মেশিনগান নিয়ে মসজিদের মধ্যে ঢুকে পড়ে এক আততায়ী। হেলমেটে লাগানো ক্যামেরায় সে গোটা ঘটনার ভিডিও লাইভ সম্প্রচার করে ফেসবুকে। ফেসবুকের ওই ১৭ মিনিটের ভিডিওয় দেখা যাচ্ছে, গাড়িতে বসে রয়েছে আততায়ী। অত্যাধুনিক গাড়িতে গান বাজছে। তাঁর কাঁধে মেশিনগান। হঠাৎই নেমে পড়ল সে গাড়ি থেকে। কিছুটা হেঁটে ঢুকল আল নুর মসজিদে।

এর পরেই গুলির শব্দ আর আর্তনাদ। মিনিট দশেক ধরে প্রায় ১০০ রাউন্ড গুলি চালায় সে। তার পর মসজিদ থেকে বেরিয়ে আসে আততায়ী। গাড়ি থেকে অন্য একটা মেশিনগান নিয়ে ফের ঢুকে পড়ল মসজিদে। কয়েক সেকেন্ড পরেই আবার গুলির শব্দ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪১ জনের। জখমদের মধ্যে এক জন পরে হাসপাতালে মারা যান।

গাড়িতে বসে রয়েছে আততায়ী। অত্যাধুনিক গাড়িতে গান বাজছে। তাঁর কাঁধে মেশিনগান। হঠাৎই নেমে পড়ল সে গাড়ি থেকে। কিছুটা হেঁটে ঢুকল আল নুর মসজিদে।

ওই মসজিদ থেকে বেরিয়ে আবার গাড়ির দিকে এগোয় আততায়ী। গাড়িতে ওঠার আগে এক মহিলাকে গুলি করে মারে। তার পর তাঁর উপর দিয়েই গাড়ি চালিয়ে দিয়ে পৌঁছয় কয়েক কিলোমিটার দূরের লিনউড মসজিদে। সঙ্গে তার তিন সঙ্গী। সেখানে তারা ৭ জনকে খুন করে গুলি করে। ওই মসজিদ থেকে বেরনোর সময়েই আততায়ীর উপর এক জন ঝাঁপিয়ে পড়েন। এসে যায় পুলিশও। গ্রেফতার করা হয়ে আততায়ী-সহ চার জনকে।

এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বাংলাদেশের ক্রিকেট টিমের সদস্যরা। শনিবার বাংলাদেশ-নিউজ়িল্যান্ড টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা। এ দিন দুপুরে নুর আল মসজিদে প্রার্থনা করতে যাওয়ার কথা ছিল টিম বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে ক্রাইস্টচার্চ স্টেডিয়াম থেকে নুর আল মসজিদে পৌঁছতে তাঁদের দেরি হয়। ফলে প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

সংবাদ সংস্থাগুলি জানিয়েছে ওই আততায়ীর নাম ব্রেন্টন ট্যারান্ট। তার বয়স ২৮। শ্বেতাঙ্গদের উপর বিদ্বেষমূলক আচরণের বদলা নিতেই সে ওই হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তের নিউজিল্যান্ড পুলিশের অনুমান।

সন্ত্রাসী হানা ক্রাইস্টচার্চের মসজিদে, অল্পের জন্য রক্ষা তামিমদের