বায়ু দূষণে শীর্ষে ভারত, ঘনিয়ে আসছে ভয়ঙ্কর দিন

বায়ু দূষণে শীর্ষে ভারত

জাস্ট দুনিয়া ডেস্ক:  বায়ু দূষণে শীর্ষে ভারত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু)র বিশ্ব জুড়ে করা সমীক্ষার ফল দেখে স্তম্ভিত হয়ে যাবেন ভারতীয়রা। বেঁচে থাকা নিয়েও সংশয় তৈরি হতে পারে। এতটাই দূষণের মধ্যে বাস করছি আমরা, যা বুঝিয়ে দিচ্ছে হু-র এই সমীক্ষা। জেনেভায় এই সমীক্ষা প্রকাশ করেছে হু। সব থেকে বেশি ১৫ দূষিত শহরের মধ্যে ১৪টিই ভারতের। আর সেই তালিকায় শীর্ষে রয়েছে কাণপুর।

এই বার্তায় কিছুটা স্বস্তি পেতে পারে দিল্লি। কারণ গত শীতে দিল্লির বায়ু দূষণ নিয়ে কম তোলপাড় হয়নি। এর পর রয়েছে ফরিদাবাদ, বারানসী ও গয়া। পার্টিকুলেট ম্যাটার মানে পিএম-এর মধ্যে থাকে সালফেট, নাইট্রেট ও ব্ল্যাক কার্বন। কাণপুরে এর মাত্রা ২.৫ পিএম। যার পরিমাণ প্রতি ঘন মিটারে ১৭৩ মাইক্রোগ্রাম। স্বাভাবিক হল ১০ মাইক্রোগ্রাম।

এই একই মাত্রায় পার্টিকুলেট ম্যাটার রয়েছে দিল্লি, পাটনা, আগ্রা, মুজাফরপুর, শ্রীনগর, গুরগাও, জয়পুর, পাতিলায়া ও জোধপুরে। এর পর রয়েছে কুয়েতের আলি সুবা আল-সালেম। এ ছাড়া চিন ও মোঙ্গোলিয়ার বেশ কিছু শহর রয়েছে। ভারতের ফিনান্সিয়াল ক্যাপিটার মুম্বই বিশ্বের চতুর্থ সব থেকে দূষিত মেগাশহর। পিএম ২.৫ পিএম ১০ এর থেকে অনেক বেশি ক্ষতিকারক বলে দাবি করেছে হু। এই সমীক্ষা অবশ্য করা হয়েছে ২০১০ থেকে ২০১৬র মধ্যে। যা অবস্থা তাতে এই সমীক্ষার মাত্রা নিশ্চয় ছাপিয়ে গিয়েছে এই হিসেবকে।

লালকেল্লাকে দত্তক নিল ডালমিয়া ভারত গ্রুপ

হু-এর রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের ১০ জনের মধ্যে ৯ জনই দূষিত বায়ু নিচ্ছে। আরও একটি বার্তায় জানানো হয়েছে ৭০ লাখ মানুষের প্রতি বছর মৃত্যু হয় ঘর ও বাইরের দূষণে। এই ঘিরে থাকা দূষণে শুধু ২০১৬তেই মৃত্যু হয়েছে ৪০ লাখের উপর মানুষের। একই সময়ে ঘরের মধ্যে রান্নার গ্যাস বা আগুন বা যে সব টেকনিলজি প্রতিদিন ব্যবহার করা হয় তাতে ৩০ লাখের উপর মানুষের মৃত্যু হয়েছে।

৯০ শতাংশ বায়ু দূষণে মৃত্যু হয়েছে কম অথবা মধ্যম রোজগারের দেশগুলিতে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকায়। এর পর রয়েছে ভূমধ্য সাগর এলাকা, ইউরোপ ও আমেরিকা। এই বায়ু দূষণ সব থেকে বেশি ক্ষতি করছে তাদের যে সব মানুষরা অনেক ক্ষেত্রেই অপারগ। এর থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে ২৫ শতাংশ মানুষের। ফুসফুসের রোগে মৃত্যু হচ্ছে ৪৩ শতাংশ ও ফুসফুসের ক্যান্সারের পরিমাণ ২৯ শতাংশ।