দাউদের ডানহাত ফারুক টাকলাকে দুবাইতে গ্রেফতার

জাস্ট দুনিয়া ডেস্ক: ১৯৯৩তে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী মুম্বই। সেই বিস্ফোরণ মামলায় মূল অভিযুক্ত‘আন্ডারওয়ার্ল্ড ডন’ দাউদ ইব্রাহিম। তারই ডানহাত এবং ওই মামলার অন্যতম অভিযুক্ত ফারুক টাকলাকে গ্রেফতার করল সিবিআই। দুবাই থেকে তাকে বৃহস্পতিবার মুম্বই উড়িয়ে নিয়ে আসা হয়।

টাডা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানানো হয়েছে। এ দিনই মুম্বইয়ের টাডা আদালতে তাকে হাজির করানো হবে।

সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম জানিয়েছেন, ফারুকের গ্রেফতারি একটা বড়সড় সাফল্য। ‘ডি-গ্যাং’-এর গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেফতার করে আপাতত জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর।

১৯৯৩তে সিরিয়াল বিস্ফোরণে কেঁপে উঠেছিল মুম্বই। ২৫৭ জনের মৃত্যু হয় ওই ঘটনায়। আহত হয়েছিলেন প্রায় ৭০০ জন। ওই বিস্ফোরণের অন্য এক অভিযুক্ত আবু সালেমকে এর আগে পর্তগাল থেকে এ দেশে নিয়ে আসা হয়। আপাতত তার বিচার চলছে।

১৯৯৫ সালে ফারুকের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে ইন্টারপোল। ঘটনার পর থেকে দেশছাড়া ছিল ফারুক। তার বিরুদ্ধে ফৌজদারী ষড়যন্ত্র, খুন, খুনের চক্রান্ত-সহ একাধিক অভিযোগ রয়েছে।