কাশ্মীর নিয়ে মন্তব্য করে বিরাটদের ক্ষোভের মুখে আফ্রিদি

জাস্ট দুনিয়া ব্যুরো: কাশ্মীর নিয়ে মুখ খুলে এবং ভারত অধিকৃত আর ভারত সরকারদ্বারা অত্যাচারিত বলে তোপের মুখে আফ্রিদি৷ শাহিদ আফ্রিদি মানে ভারতীয়দের কাছে একটা ভাললাগা৷ ঠিক যেভাবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা উজার করে ভালবাসা দিযেছিলেন ইমরান খান, ওযাসিম আক্রামকে৷ তাঁদের পরবর্তী সময়ে ভারতীয়দের মনে জায়গা করে নিয়েছিলেন আফ্রিদি৷ তিনি যখন বিশ্ব ক্রিকেটে পা রেখেছিলেন তখন তারকা হয়ে গিয়েছেন সচিন তেন্ডুলকর৷ সেই সচিনের সঙ্গে তুলনাও শুরু হয়েছিল একটা সময়৷ কিন্তু হঠাৎই তাঁর  কাশ্মীর প্রসঙ্গে এক অদ্ভুত বার্তাই বদলে দিয়েছে সব৷ তাঁর মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছেন ভারতের প্রায় সব ক্রিকেটার৷ স্বয়ং বিরাট কোহালিও পাল্টা বক্তব্য না দিয়ে পারেননি৷ গৌতম গম্ভীর, কপিল দেব, সুরেশ রায়নাদের সঙ্গে এবার আফ্রিদিকে পাল্টা আক্রমণ করেছেন গীতিকার জাভেদ আখতারও৷

মঙ্গলবার টুইটে আফ্রিদি সবাইকে চমকে দিয়ে লেখেন, ‘‘ভারত অধিকৃত কাশ্মীরের অবস্থা খুবই খারাপ৷ ভারতের অত্যাচারী সরকার নিরীহ মানুষদের খুন করছে৷ দমিয়ে রাখা হচ্ছে কাশ্মীরিদের স্বাধীনতার দাবিকে৷’’ এর সঙ্গে আফ্রিদি এও দাবি করেন, কেন রাষ্ট্রপুঞ্জ বা অন্যান্যরা এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিচ্ছে না৷ গত এক বছর ধরে কাশ্মীর আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে৷ যা চলছে এখনও৷ প্রতিদিনই কোনও না কোনও কারণে জঙ্গি, পুলিশ, সেনাবাহিনী থেকে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে৷

আফ্রিদি টুইট করার আগের দিনই, ১৩ জন অনুপ্রবেশকারী জঙ্গী নিহত হয়েছে ভারতীয় সেনা, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে৷ উল্টোদিকে পাকিস্তানের আক্রমণে শহীদ হয়েছেন এক ভারতীয় জওয়ান৷ আহত সেনারই আরও চারজন৷তার পর দিনই আফ্রিদির এই টুইট ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় তর্জা৷ বিরাট কোহালির মন্তব্য, ‘‘একজন ভারতীয় হিসেবে আমি দেশের স্বার্থেই কথা বলব৷ সেখানে কোনও বাঁধা এলে বিরোধিতা করব৷’’ কিন্তু টুইট করে বিরাট মনে করিয়ে দেন, অধিকৃত কাশ্মীরটা আবার কী কথা৷ কপিল দেব অবশ্য আফ্রিদির মন্তব্যকে পাত্তা দিতেই নারাজ৷ রাযনার মতে, কাশ্মীর সব সময় ভারতেরই অঙ্গ এবং সেটাই থাকবে৷

গৌতম গম্ভীর অবশ্য সব সময়ই যে কোনও ইস্যু নিয়ে খুবই সোচ্চার থাকেন৷ এ ব্যাপারে বলবেন না তা কি হয়৷ তেমনটা হয়ওনি৷ বেশ বরসর টুইটেই তিনি আফ্রিদিকে মোক্ষম জবাব দিয়েছেন৷ তিনি লেখেন, ‘‘ওর অভিধানে ইউএন মানে ইউনাইটেড নেশনস নয় ওটা আসলে অনূর্ধ্ব-১৯, আন্ডার নাইনটিন ক্রিকেট টিম৷’’ ব্যঙ্গ করে লেখেন, ‘‘ওর বয়সটাও তো ১৯-এরই নীচে৷’’ স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকিয়ে সব ক্রিকেটারদের অবশ্য বুধবার ছাপিয়ে গিয়েছেন জাভেদ আখতার৷ তিনি লেখেন, ‘‘আপনি যদি শান্তিপূর্ণ কাশ্মীর চান তাহলে দেখুন যাতে পাকিস্তান জঙ্গি অনুপ্রবেশ ঘটানো বন্ধ করে৷ পাক সেনা যাতে জঙ্গিদের সমর্থন দেওয়া বন্ধ করে৷ আপনি সেটা দেখুন৷’’ এর পর অবশ্য আফ্রিদির আর কোনও পাল্টা মন্তব্য এখনও আসেনি৷