কাঠমান্ডু বেশি দূর নয়, যাওয়া যাবে ট্রেনে চেপেই

Station Master Association

জাস্ট দুনিয়া ডেস্ক: প্রথম দেখাতেই কাঠমান্ডু শহরের প্রেমে পড়ে গিয়েছিলাম৷ সেই এক বারই যাওয়ার সুযোগ হয়েছিল৷ তাও কাজের সুবাদেই৷ তার পর অনেক বার ভেবেছি শুধুই ঘুরতে যাব, কিন্তু তা আর হয়ে ওঠেনি৷ তবে ঘরের পাশে এই ছোট্ট বিদেশে যদি ট্রেনে চেপে পৌঁছে যাওয়া যায় তা হলে কিন্তু দারুণ হয়৷ তেমনই সম্ভাবনা দেখা দিয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা শেষে৷

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার দ্বিতীয় পর্বের প্রধানমন্ত্রিত্ব পাওয়ার পর এই প্রথম বিদেশ সফরে এলেন৷ তা-ও সেটা ভারতেই৷ শনিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তিনি৷ সেখানে বিস্তারিত আলোচনার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভারত-নেপালের মধ্যে রেল যোগাযোগ স্থাপন করা৷ ইতিমধ্যেই সবুজ সঙ্কেতও দিয়ে দিয়েছে ভারত সরকার৷ তৈরি হবে রেল যোগাযোগ৷

এই রেল লাইন তৈরি করতে খুলে দিতে হবে ‘ইনল্যান্ড ওয়াটারওয়েস’৷ ওটাই দুই দেশের বর্ডার৷ হিমালয়ের দেশে ট্রেন যাত্রা সুখকর তো হবেই বরং ছাপিয়ে যেতে পারে অনেক সুন্দর দেশের রেল যাত্রাকেও৷

নেপালের রাজধানী কাঠমান্ডুর সঙ্গেই ভারতের রেল যোগাযোগ হবে সেটাও নিশ্চিত হয়ে গিয়েছে৷ কিন্তু ভারতের কোন শহরের সঙ্গে তা হবে তা নিশ্চিত করে জানানো হয়নি ভারত সরকারের তরফে৷তবে এই রেল লাইন তৈরি করতে খুলে দিতে হবে ‘ইনল্যান্ড ওয়াটারওয়েস’৷ ওটাই দুই দেশের বর্ডার৷ হিমালয়ের দেশে ট্রেন যাত্রা সুখকর তো হবেই বরং ছাপিয়ে যেতে পারে অনেক সুন্দর দেশের রেল যাত্রাকেও৷

জামিন পেলেন সল্লু ভাইয়া, উৎসব মুম্বইয়ে

হিমালয়ের কোলে ছোট্ট একটা দেশ নেপাল৷ ভারত থেকে যেতে পাসপোর্টেরও প্রয়োজন হয় না৷ সে দেশে যদি রেল যোগাযোগ হয় তাহলে যাতায়াতের খরচও অনেকটাই কমে যাবে৷ তাতে ভারতীয় ভ্রমণপিপাসুদের যেমন সুবিধে তেমনই ভারত থেকে আরও বেশি ট্যুরিস্ট পাবে নেপাল৷ নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর এটা দ্বিতীয়বার দেশের দায়িত্ব পাওয়া৷ প্রথমবার দায়িত্ব পেয়ে ২০১৬তে বেজিংয়ের সঙ্গে চুক্তি করেছিলেন চিনের রাস্তা ও জলপথ ব্যবহারের৷ কারণ ছিল ভারতের উপর নির্ভরতা কমানো৷ এ বার ভারতের সঙ্গে রেলচুক্তির পিছনেও তেমনই কোনও কারণ থাকবে৷

নেপালে এই রেল লাইন হতে পারে রক্সৌল থেকে কাঠমান্ডু পর্যন্ত৷ রক্সৌল ভারত-নেপালের একটি বর্ডার৷ যা জুড়ে আছে উত্তরবঙ্গের সঙ্গে৷ সে কারণে ধরেই নেওয়া যায় রক্সৌল থেকে যে লাইন কাঠমান্ডু পৌঁছবে তার ভারতের যোগ থাকবে উত্তরবঙ্গের কোনও শহরে৷ সেটা নিউজলপাইগুড়ি হতে পারে বা শিলিগুড়ি বা নেপাল সীমান্ত সংলগ্ন কোনও জায়গা যেখানে রেল লাইন বা স্টেশন রয়েছে৷

নেপালে এই রেল লাইন হতে পারে রক্সৌল থেকে কাঠমান্ডু পর্যন্ত৷ রক্সৌল ভারত-নেপালের একটি বর্ডার৷ যা জুড়ে আছে উত্তরবঙ্গের সঙ্গে৷

দুই প্রধানমন্ত্রীর সাক্ষাতের পর জয়েন্ট প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে, আগামী এক বছরের মধ্য এই রেল যোগাযোগ গড়ার জন্য ভারতের পক্ষ থেকে সার্ভে করা হবে৷ পাশাপাশি চিনের সঙ্গেও রেল যোগাযোগের ভাবনা-চিন্তার কথা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী৷