ইরানে ভেঙে পড়ল বিমান, মৃত্যুর আশঙ্কা ৬৬ জনেরই

৬৬ জন যাত্রীকে নিয়ে পাহাড়ের কোলে ভেঙে পড়ল ইরানের কমার্শিয়াল বিমান। রবিবার সকালের ঘটনা। দক্ষিণ ইরানের পাহাড়ি অঋ্চলের উপর দিয়ে যাচ্ছিল আসেমান এয়ার লাইন্স এটিআর-৭২। প্রচন্ড কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় ছিল না বললেই চলে। দেশের মধ্যেই কাছাকাছি শহরের মধ্যেই চলাচল করে এই বিমান। এ দিন এই বিমানের গন্তব্য ছিল তেহরান থেকে ইরানের অন্য শহর ইয়াসুজ। তেহরান থেকে ৭৮০ কিলোমিটার দূরে। কিন্তু সেমিরমের কাছে ভেঙে পড়ে বিমানটি।

এই বিমানে ৬০ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। ধরে নেওয়ায় হচ্ছে বিমানের সকলের মৃত্য হয়েছে। কুয়াশার জন্য উদ্ধারকারী বিমান দূর্ঘটনা স্থলের কাছে পৌঁছতে পারেনি। যে কারণে দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চালানো যায়নি। বিমান দূর্ঘটনা নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র মোজতবা খালেদি জানিয়েছেন, দূর্ঘটনা স্থলের দিকে হেলিকপ্টার পাঠানো হয়েছে। কিন্তু জায়গাটি পুরো পাহাড়ে ঘেরা। সেখানে অ্যাম্বুলেন্স পাঠানো সম্ভব নয়।