আমেরিকার স্কুলে আবার বন্দুক বাজের হামলা, অনেক আহত

জাস্ট দুনিয়া ডেস্ক: আমেরিকার স্কুলেআবারও  বন্দুকবাজের হামলা। আবারও সেই আমেরিকা। পূর্ব আমেরিকার মেরিল্যান্ডের এক স্কুলে মঙ্গলবার ঘটেছে এই ঘটনা। সোনা যাচ্ছে অনেকে আহত হয়েছে। একদিন পরেই দেশ জুড়ে স্কুলে হিংসার প্রতিবাদে রাস্তায় নামার কথা ছাত্র, ছাত্রীদের। ইউএসএ-র রাজধানী ওয়াশিংটন থেকে ৯০ মিনিটের সরক পথের দুরত্বে অবস্থিত গ্রেট মিলস হাইস্কুল।

সেখানেই তিনজনের উপর গুলি চালানো হয়। বাল্টিমোর সানকে দেওয়া খবরে এই তথ্য জানিয়েছেন স্থানীয় কাউন্টি অফিশিয়াল। সেন্ট মেরিজ কাউন্টি পাবলিক স্কুল তাদের ওয়েব সাইটে জানিয়েছে, স্কুল আপাতত বন্ধ। এবং এমন ঘটনা সেখানে ঘটেছে। এর থেকে বেশি কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্কুলেরই এক ছাত্র জোনাথন ফ্রেজে সিএনএনকে জানিয়েছে, ‘‘স্কুল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই ঘটনা ঘটে।’’ সকাল ৮টায় শুরু হয়েছিল স্কুল। ফ্রেজে আরও বলে, ‘‘যদিও পুলিশ দ্রুত কাজ করেছে। এবং আমাদের স্কুল থেকে বের করে নিয়ে যাওয়া হয়।’’

এক ভারতীয় শিক্ষিকার তৎপড়তায বাঁচল অনেক ছাত্র-ছাত্রী

স্কুল খালি করে দেওয়ার পর পুলিশ আবার স্কুলে ফিরে যায়। সব ক্লাস ঘরের তল্লাশিও করে। ফ্লোরিডার স্কুলে বন্দুক বাজের হামলার পাঁচ সপ্তাহ পর আবার এই ঘটনা। যেখানে ১৪জন ছাত্র-ছাত্রীর সঙ্গে দু’জন কর্মীরও মৃত্যু হয়। এই সব ঘটনার জন্যই সম্প্রতি ডগলাস হাইস্কুলে শুরু হয়েছে বন্দুকবাজের হাত থেকে বাঁচার পদ্ধতি। তারা শনিবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল, নাম ‘মার্চ ফর আওয়ার লাইভস’।

ওয়াশিংটনে মূল অনুষ্ঠানে আসা করা হচ্ছে স্কুলে হিংসার বিরুদ্ধে অনেকেই রাস্তায় নামবে। স্টোনম্যান হাইস্কুলের ছাত্রী এমা গোনজালেজ টুইট করে, এই ব্যাপারে তার সমর্থন জানিয়েছে। সঙ্গে গ্রেটমিলের ছাত্র-ছাত্রীদের পাশে থাকার কথাও বলেছে সে। লেখে, ‘‘আমরা তোমাদের পাশে রয়েছি গ্রেট মিলের ছাত্র-ছাত্রীরা।  আমরা সবাই মিলে এটা সারা জীবনের জন্য বন্ধ করে দিতে পারি।’’ প্রাক্তন ছাত্রের গুলিতে ফ্লোরিডার এই স্কুলেই প্রাণ গিয়েছিল ১৭ জন ছাত্রছাত্রীর। ফ্লোরিডার পার্কল্যান্ডের বৃহত্তম স্কুল মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলেরই প্রাক্তন ছাত্র হামলা চালিয়েছিল, তাকে স্কুল থেকে বের করে দেওয়ার ক্ষোভে। এই স্কুলে প্রায় তিন হাজারের উপর ছাত্রছাত্রী পড়ে।

প্রাক্তন ছাত্রের হাতেই মৃত্যু ১৭ জন বর্তমান ছাত্রের

তার পরই লুসিয়ানা বিশ্ববিদ্যালয়ে ঘটে একই ঘটনা। আবারও বন্দুক বাজের হামলা। তবে সে বার কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। দু’জন আহত হয়েছিলেন। ১৪ মার্চ হ্যাশট্যাগ এনাফ-এর ব্যানারে দেশ জুড়ে হাজার হাজার ছাত্র-ছত্রী রাস্তায় নেমেছিল বন্দুকবাজের বিরুদ্ধে। মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান সব রকম সমর্থন দেওয়ার কথা বলেছেন। টুইট করে সেই সমর্থনের কথা তিনি জানিয়েছেন।