অ্যানালিটিকা পৌঁছে গিয়েছিল মার্কিন নির্বাচনের অন্দরেও

Facebook Followers

জাস্ট দুনিয়া ডেস্ক: মার্কিন নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হয়েছিল ফেসবুকের তথ্য। প্রায় ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়ে নির্বাচনে রাজনৈতিক উদ্দেশ্যে তা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটি বেসরকারি রাজনৈতিক কনসালটেন্সি সংস্থা বিরুদ্ধে।

এই প্রসঙ্গে বৃহস্পতিবার ফেসবুকের কর্ণধার মার্ক জুকেরবার্গ জানিয়েছেন, তথ্য সুরক্ষিত রাখতে তাঁরা আগেই ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু, কোথাও একটা ভুল হয়েছে। তা শুধরেও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু, এ সব বলার আগেই বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। ভারতও কড়া সমালোচনা করার পাশাপাশি ফেসবুকের কর্ণধারকে সমন পাঠিয়ে ডেকে আনার হুমকিও দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, ভারতের মতো দেশে নির্বাচনে এ ভাবে প্রভাব খাটানোর চেষ্টা করলে সাইবার আইনে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জুকেরবার্গকে এ দেশে সমন পাঠিয়ে ডেকে আনার হুমকিও দিয়েছেন তিনি।

ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ, তারা কেমব্রিজ অ্যানালিটিকার কাছে তথ্য পাচার করেছে। সেই তথ্য সংস্থাটি মার্কিন নির্বাচনের আগে রাজনীতিকদের দিয়েছে। আর রাজনীতিকরা নিজেদের সুবিধা মতো তা ব্যবহার করেছে। ভারতেও লোকসভা নির্বাচন আগামী বছর। সেই নির্বাচনে ফেসবুকের তথ্য ব্যবহার রুখতে কড়া বার্তা দিয়েছেন রবিশঙ্কর প্রসাদ। ইতিমধ্যেই কংগ্রেস এবং বিজেপি এ নিয়ে তরজায় মেতেছে। এক দল বলছে, কেমব্রিজ অ্যানালিটিকার ভারতীয় শাখার সঙ্গে অন্য দলের যোগ আছে। আবার উল্টোটাও চলছে। বুধবার সারা দিন এই জটিলতায় কাটার পর বৃহস্পতিবার জুকেরবার্গ জানিয়েছেন, ভারতের নির্বাচনে এমনটা যাতে না হয়, সেটা তাঁরা খেয়াল রাখবেন।

মুলতুবি সংসদে গোলমাল তুঙ্গে

সম্প্রতি জল্পনা শোনা যাচ্ছিল, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নাকি ওই সংস্থাকে আগামী লোকসভা নির্বাচনের দায়িত্ব দিতে চলেছেন। প্রমাণিত না হলেও, বিজেপি এই অভিযোগ নিয়ে মাঠে নেমে পড়েছে। কিন্তু পরে কংগ্রেস অভিযোগ করে, বিহার এবং উত্তরপ্রদেশ নির্বাচনে ওই সংস্থাকে কাজে লাগিয়েছিল বিজেপি।

গোটা ঘটনায় চিন্তিত হয়ে পড়েছে ফেসবুক ব্যবহারকারীরা। এ দিন তাঁদের উদ্দেশে জুকেরবার্গ লিখেছেন, “আপনাদের সমস্ত তথ্য সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য। যে দিন থেকে আমরা ব্যর্থ হব, সেই দিন থেকে আমরা সরে আসব।’’ ফেসবুকে তথ্যভান্ডার সুরক্ষিত রাখার স্বার্থে একগুচ্ছ পদক্ষেপ করা হবে বলেও তিনি জানিয়েছেন।