মাঝ আকাশেই হাতাহাতি দুই পাইলটের

১৩৪ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল জেট এয়ার ওয়েজের একটি বিমান। মাঝ আকাশে যখন সবাই খোশমেজাজে মেঘের ভেলায় ভাসছে, তখনই ককপিটে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। প্রথমে বচসা ও পরে হাতাহাতিতে জড়ালেন দুই পাইলট।
নতুন বছরের প্রথম দিন। গরম তর্ক চলছিলই। তার মধ্যেই বিমান ওড়াচ্ছিলেন পাইলট। পাশেই ছিলেন সহকারি পাইলট। বিতর্ক এমন পর্যায়ে পৌঁছয় যে, পাইলট সপাটে হাত চালায় সহকারি মহিলা পাইলটকে লক্ষ্য করে। সঙ্গে সঙ্গেই ককপিট ছেড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যান সহকারি পাইলট।
লন্ডন থেকে মুম্বইয়ের যাত্রাপথ ন’ঘণ্টার। এই দীর্ঘ পথে যাত্রীদের বিপদ হতে পারে বুঝতে পেরে কিছু পরেই সেই মহিলা সহকারি পাইলট আবার ফিরে যান ককপিটে। সূত্রের খবর, উড়ান সংস্থা মহিলা সহকারি পাইলটের পাশে দাঁড়িয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান পাইলটের বিরুদ্ধে, তা হলে তা নিতে পারেন।
জেট এয়ার ওয়েজের এক মুখপাত্র লন্ডন থেকে বলেন, ‘‘এটা একটা ভুল বোঝাবুঝির ঘটনা। ওটা নিজেদের মধ্যেই মিটে যাবে। এবং সকলেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছে।’’ যদিও এই ঘটনার খবর সংস্থার শীর্ষ কর্তাদের কাছে পৌঁছে গিয়েছে। তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।