গ্রিনল্যান্ডে গরম, বরফ পড়ছে ইউরোপ জুড়ে

এমন ঠান্ডা গত পাঁচ বছরে পড়েনি ব্রিটেনে। বরফ তো পড়ছেই, তার সঙ্গে তাপমাত্রা নামছে হু হু করে। মাইনাস ৬ ডিগ্রি!

শুধু লন্ডন বা ব্রিটেন নয়, ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র— ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল ঢেকে রয়েছে বরফে।

প্রায় এক সপ্তাহ হয়ে গেল ইউরোপ জুড়ে প্রচণ্ড ঠান্ডা। এখনও পর্যন্ত গোটা ইউরোপে মৃত্যুর সংখ্যা চল্লিশ ছাড়িয়েছে। বেশির ভাগ স্কুল-কলেজই বন্ধ। উড়ান ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।

কেন এত ঠান্ডা? জানা গিয়েছে, সাইবেরিয়া অঞ্চল থেকে আসা ঠান্ডা হাওয়াই এর প্রধান কারণ। ব্রিটেন যার নাম দিয়েছে ‘বিস্ট ফ্রম দ্য ইস্ট’

অথচ হাড়হিম করা ঠান্ডার জন্য বিখ্যাত গ্রিনল্যান্ডের তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি। বেশ কিছু দিন ধরেই সেখানে তাপমাত্রা শূন্যের উপরে। এর কারণ কি বিশ্ব উষ্ণায়ন? উত্তর খুঁজছেন আবহাওয়া বিজ্ঞানীরা।