অসমে ৪০ লাখ মানুষ নাগরিকত্ব হীনতায় ভুগছেন

জাস্ট দুনিয়া ডেস্ক: ঘুম উড়েছে অসমবাসীর। প্রশ্ন উঠছে তাঁরা আসলে কাঁরা? তাঁদের না আছে ঘর , না আছে বাড়ি। তাঁরা কি তা হলে উদ্বাস্তু? ছাড়তে হবে রাজ্য। কেন্দ্র সরকার আশ্বাস দিয়েছে, আবারও খতিয়ে দেখা হবে সব। দেওয়া হবে পুনর্বাসনের সুযোগ। তবুও যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভরসা নেই। মনে পড়ে যাচ্ছে ১৯৭৯র সেই বাঙালি তাড়াওয়ের ঘটনা। অল আসাম স্টুডেন্ট ইউনিয়নের উদ্য়োগে সে বার আসামীদের ক্ষোভের শিকার হয়েছিল প্রচুর বাঙালি। তার মধ্যে ছিল বিরাট পরিমাণে মুসলিমও।

এ বার যেন সেটা আরও বড় আকাড় নিতে চলেছে। বার্তা এসেছে সরকারি তরফে। ৪০ লাখের উপর মানুষের ভবিষ্যৎ এখন সংশয়ে। শুরু হয়েছে রাজ্যের নাগরিক প্রমাণ করা কাজ। এখনও পর্য়ন্ত ৩ কোটি ২৯ লাখ মানুষ তাঁদের প্রমাণপত্র জমা দিয়েছেন। যাতে প্রমাণ হয় তাঁরা আসামের নাগরিক।। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনের আওতায় গত জিসেম্বরে ১ কোটি ৯০ লাখ নাগরিকের নাম ঘোষণা করা হয়েছি। ফাইনাল ড্রাফটে যেটা বেড়ে হতে পারে ২ কোটি ৯০ লাখ। তা হলে দেখা যাচ্ছে ৪০ লাখের উপর আসামবাসীর কোনও নাগরিকত্ব নেই।

যদিও বলা হচ্ছে এটা ফাইনাল ড্রাফট, ফাইনাল লিস্ট নয়। যাঁদের নাম এই তালিকায় নেই তাঁরা আবার আবেদন জানাতে পারবেন বলে জানানো হয়েছে। সোমবার এনআরসি কো-অর্ডিনেটর সৈলেশ গুয়াহাটিতে ফাইনাল ড্রাফট প্রকাশ করেছেন। সেই ড্রাফট দিয়ে তিনি বলেন, ‘‘এটা শুধু একটা ড্রাফট, ফাইনাল তালিকা নয়। যাদের নাম এর মধ্যে নেই তারা আবার আবেদন জানাতে পারে।’’ তিনি আরও জানিয়েছে, যাঁদের নাম প্রথম লিস্টে ছিল তাঁদের নাম যদি ফাইনাল ড্রাফটে না থাকে তাঁরাও আলাদা করে চিঠি দিয়ে নিজের নাগরিকত্ব দাবি করতে পারেন।

একি পরিবারের সাত জন একসঙ্গে আত্মহত্যা করলেন

৩০ অগস্ট থেকে শুরু হবে এই কাজ। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আসামে বাংলাদেশ থেকে প্রচুর বহিরাগত এসে প্রতিদিন আশ্রয় নেয়। সে কারণেই আসলে আসাম সরকারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আসামের এই পদক্ষেপ নিয়ে বিরক্তি প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেসও। আঙুল তুলছে কেন্দ্র সরকারের দিকে। প্রশ্ন উঠেছে সংসদেও। কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং সোমবার বলেন, ‘‘কারও সঙ্গে কোনও জবরদস্তী করা হবে না। তাই কারও দুঃশ্চিন্তার কোনও কারণ নেই। কেউ কেউ ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করছে। এটা পুরোপুরি নিরপেক্ষ রিপোর্ট। এটা একটা খসরা মাত্র।’’

যদিও আসামের অবস্থা এখনও খারাপ। যা সামলাতে ২২ হাজার প্যারামিলিটারি মোতায়েন করা হয়েছে।