প্রজাতন্ত্র দিবসে টুইটারের তেরঙা ইন্ডিয়া গেট ইমোজি, প্রথম টুইট রাষ্ট্রপতির

প্রজাতন্ত্র দিবসে টুইটারের তেরঙা ইন্ডিয়া গেট ইমোজিপ্রজাতন্ত্র দিবসে টুইটারের তেরঙা ইন্ডিয়া গেট ইমোজি

জাস্ট দুনিয়া ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে টুইটারের তেরঙা ইন্ডিয়া গেট ইমোজি মিলবে এ বার। ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওই কাস্টম ইমোজি চালু করবে টুইটার। বিশেষ ভাবে নকশা করা ওই ইমোজিতে ইন্ডিয়া গেটকে ভারতীয় পতাকার মতো তেরঙা আলোয় প্রজ্জ্বলিত হতে দেখা যাবে।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আগামী ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেই ভাষণ সরাসরি টুইটারেও দেখা যাবে। রাষ্ট্রপতির টুইটার হ্যান্ডল @rashtrapatibhvn থেকে ওই ইমোজি দিয়ে টুইট করা হবে বলে জানানো হয়েছে টুইটারের তরফে। তার পর থেকে গোটা দেশেই জনসাধারণ তাঁদের কথোপকথনে ওই ইমোজি ব্যবহার করতে পারবেন।


আরও খবর পড়তে ক্লিক করুন

ইমোজিটি আগামী ৩০ জানুয়ারি, ২০২০ অবধি লাইভ থাকবে। পাওয়া যাবে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, মরাঠি, বাংলা, গুজরাতি, উর্দু, গুরুমুখী-সহ ১০টি ইন্ডিক ভাষায়। পাওয়া যাবে ইংরেজিতেও।

বিশ্ব জুড়ে ভারতীয়রা প্রজাতন্ত্র দিবসের কথোপকথনে অংশ নিতে এবং নিম্নলিখিত হ্যাশট্যাগগুলি ব্যবহার করে ইমোজি-সহ উদ্‌যাপন করতে পারেন:

  • Hindi: #गणतंत्रदिवस
  • English: #RepublicDay, #RepublicDayIndia, #RDay71
  • Tamil: #குடியரசுதினம்
  • Telugu: #గణతంత్రదినోత్సవం
  • Kannada: #ಗಣರಾಜ್ಯೋತ್ಸವ
  • Malayalam: റിപ്പബ്ലിക് ദിനം
  • Marathi: #प्रजासत्ताकदिवस,
  • Bengali: #প্রজাতন্ত্রদিবস
  • Gujarati: #પ્રજાસત્તાકદિન
  • Urdu: یوم_جمہوری#
  • Gurmukhi: #ਗਣਤੰਤਰਦਿਵਸ

ভারত ও দক্ষিণ এশিয়ায় টুইটারের ডিরেক্টর (পাবলিক পলিসি) মহিমা কৌল (@misskaul) বলেন, ‘‘মত প্রকাশের জন্য ইমোজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুইটারে শব্দের বদলে ইমোজি অনেক বেশি কার্যকরী। সেই বিষয়টি মাথায় রেখেই আমরা বিশ্বব্যাপী ভারতীয় ইউজারদের গুরুত্বপূর্ণ উদ্‌যাপনের দিনগুলিতে নতুন নতুন ইমোজি করার চেষ্টা করি। এ বারেরর প্রজাতন্ত্র দিবসেও তাই এই ইমোজি আনা হল।’’

টুইটার কাস্টম ইমোজি দিয়ে ভারতীয় প্রজাতন্ত্র দিবসকে উদ্‌যাপন করছে এই নিয়ে পাঁচ বছর। স্বাধীনতা দিবস, দিওয়ালি, প্রজাতন্ত্র দিবস, গান্ধী জয়ন্তী-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্‌যাপনের দিন উপলক্ষে তারা একাধিক ইমোজি তৈরি করে। ইউজাররা তা ব্যবহারও করেন। সেই তালিকায় এ বার ৭১তম প্রজাতন্ত্র দিবসও ঢুকে পড়ল।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)