জিমেল অ্যাপের ইনবক্স বন্ধ হচ্ছে এপ্রিলেই, সঙ্গে গুগল প্লাসও

জিমেল অ্যাপের ইনবক্স

জাস্ট দুনিয়া ডেস্ক: জিমেল অ্যাপের ইনবক্স বন্ধ হতে চলেছে। এপ্রিলেই বন্ধ হয়ে যাবে গুগুলের এই পরিষেবা। শুধু তাই নয় এর সঙ্গে বন্ধ হতে চলেছে গুগল প্লাসও । ২ এপ্রিল বন্ধ হয়ে যাবে এই পরিষেবাও। গুগল প্লাস বন্ধ হওয়ার কথা আগেই ঘোষণা করেছিল সংস্থা। এ বার তাতে সংযোজন হল জিমেল অ্যাপের ইনবক্সও। গত বছরই গুগুল মোবাইলের ইমেল অ্যাপ বন্ধ করার সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিয়েছিল। আপনি যদি এখনও সেই অ্যাপের উপর নির্ভরশীল থাকেন তা হলে তার থেকে বেরনোর সময় চলে এসেছে। এবং সকলের কাছে এই মর্মে নোটিফিকেশনও চলে গিয়েছে। যেখানে বলা হচ্ছে আর ১৩ দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে মোবাইল ইমেল অ্যাপ।

একই দিনে বন্ধ করা হচ্ছে গুগুল প্লাসও। সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্ম কখনও খুব মানুষের কাছে গ্রহনযোগ্য হয়নি। তিন দিন ধরে বন্ধ হওয়ার কথা জানাচ্ছে গুগল।

গত কয়েক মাসে গুগল বেশ কিছু ফিচার যোগ করেছিল জিমেল ইনবক্সে। কিন্তু গ্রাহকরা অনেক গুরুত্বপূর্ণ ফিচার আর পাবেন না। দূভার্গ্যজনকভাবে অ্যাপের মূল সার্ভিসটাই বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই যাঁরা এখনও ব্যবহার করছেন শেষ ভার্সন তাঁরা আর কয়েকদিন পরই তা পাবেন না।

গুগল প্লাস বন্ধ হয়ে যাচ্ছে, জনপ্রিয়তার পাশাপাশি তথ্য নিরাপত্তাতেও ঘাটতি

২০১৪ সালে গুগল জিমেল অ্যাপে ইনবক্স নিয়ে আসে। যা মানুষের কাছে ভীষন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে তাঁদের কাছে যাঁরা প্রতিদিন প্রচুর ই-মেলের মাধ্যেমে কাজ করে থাকেন। যেখানে অটো জেনারেটেড উত্তরেরও ব্যবস্থা ছিল। যা কাজ অনেক সহজ করে দিত।

আর দু’সপ্তাহও বাকি নেই। এই সময় জিমেলের ইনবক্স ডাউনলোড করতেও সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের। যদি আপনি শেষ বারের মতো সেটা করতে চান তা হলে প্লে স্টোরে এখনই সেটা খুঁজে পেতে হমশিম খেতে হচ্ছে মানুষকে।

এতদিন যা যা জিমেল অ্যাপের সঙ্গেই পাওয়াযেত তা আর পাওয়া যাবে না। তবে গ্রাহকদের সমস্যা মেটাতে গুগুল নিশ্চই কিছু বিকল্প ব্যবস্থা নেবে। কারন জিমেলের উপর পুরোপুরি নির্ভরশীল মানুষ।

(প্রযুক্তি সংক্রান্ত আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)