আইফোনকে টেক্কা দিতে বাজারে এল গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস

আইফোনকে টেক্কা দিতে বাজারে এল গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাসআইফোনকে টেক্কা দিতে বাজারে এল গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস

জাস্ট দুনিয়া ডেস্ক: প্রত্যাশা মতোই মঙ্গলবার ভারতের বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সির নয়া দুই মডেল। একটি গ্যালাক্সি এস৯ এবং অন্যটি এস৯ প্লাস। মূলত আইফোন এইট এবং আই ফোন এক্স-এর বাজার ধরতেই স্যামসাং-এর এই নয়া প্রডাক্ট। দুটি মডেলে এমন কিছু ফিচার আছে, যা আইফোনেও নেই বলে জানা যাচ্ছে।

স্যামসাং সূত্রে জানা গিয়েছে, আগের মডেলগুলির চেয়ে এই দু’টিতে সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে ক্যামেরায়। গ্রাহকরা সুপার স্লো-মোশন, ডুয়াল রিয়ার ক্যামেরা, এআর ইমোজি এবং লাইভ ফোকাস ও এফেক্টস— এই সুবিধাগুলি পাবেন। তা ছাড়া এই স্মার্টফোনে জল বা ধুলোবালি ঢোকার কোনও রাস্তা নেই। মডেল দু’টিতে ৪০০ জিবি পর্যন্ত এক্সটারন্যাল মেমোরি ব্যবহার করা যাবে। আছে ইন্টেলিজেন্ট স্ক্যান, স্টিরিও স্পিকার ও অ্যাপ পেয়ার।

এস৯-এ রয়েছে ৫.৮ ইঞ্চি সুপার অ্যামলয়েড ডিসপ্লে, ৪ জিবি র‍্যাম, ১২ এমপি রিয়ার ক্যামেরা, ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা, ৩০০০ এমএএইচ ব্যাটারি, ৭২০ পি রেজেলিউশনে ক্যামেরা ৯৬০ ফ্রেম প্রতি সেকেন্ডে সুপার স্লো মোশন ভিডিও করার ক্ষমতা, অক্টাকোর প্রসেসর, অ্যানড্রয়েডের ৮.০ ভার্সন।

গ্যালাক্সি এস ৯+ কোন কোন ফিচার নিয়ে এসেছে?

৬.২ ইঞ্চি সুপার অ্যামলয়েড ডিসপ্লে, ৬ জিবি র‍্যাম, ১২ এমপি ডুয়েল রিয়ার ক্যামেরা, ওয়াইড অ্যাঙ্গল সেন্সর, ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা, ৩৫০০ এমএএইচ ব্যাটারি, ৭২০ পি রেজলিউশনের ক্যামেরা, ৯৬০ ফ্রেম প্রতি সেকেন্ডে সুপার স্লো মোশন ভিডিও করার ক্ষমতা অক্টাকোর প্রসেসর এবং অ্যানড্রয়েডের ৮.০ ভার্সন।

এআর ইমোজি ফিচার পাওয়া যাবে দু’টি ফোনেই। এতে সেলফিকে কাস্টোমাইজ ইমোজিতে পরিণত করা যাবে। সেই ইমোজি এসএমএস বা যে কোনও মেসেজিং অ্যাপের মাধ্যমে পাঠানো যাবে অন্য যে কারও কাছে।