ব্ল্যাকবেরিতে কাজ করবে হোয়াটঅ্যাপ

একটা সময় হোয়াট্‌সঅ্যাপ জানিয়ে দিয়েছিল ব্ল্যাকবেরির সঙ্গে তারা কোনও চুক্তিতে যাচ্ছে না। যে কারণে ব্ল্যাকবেরি ছেড়ে দিয়ে স্মার্ট ফোনের দিকে ঝুঁকে পড়ে মানুষ। ব্ল্যাকবেরির চাহিদাও রাতারাতি কমে যায়। এই মুহূর্তে ব্ল্যাকবেরি ব্যবহার করে এমন মানুষের সংখ্যা খুবই কম।

ক্র্যাকবেরির রিপোর্ট অনুযায়ী, হোয়াট্‌সঅ্যাপ এখনও কাজ করবে ব্ল্যাকবেরি প্ল্যাটফর্মে। তবে সেটা আর দু’সপ্তাহ। সেই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ব্ল্যাকবেরি ১০-এ এখনও হোয়াটঅ্যাপ কাজ করে। তাতে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। যেমন, যদি নতুন করে হোয়াট্‌সঅ্যাপে নম্বর নথিভুক্ত করা হয় তা হলে তা কাজ করবে না। বা ফোন থেকে ডিলিট করে যদি নতুন করে ইনস্টল করা হয় তা হলেও চলবে না।