অযোধ্যায় নরেন্দ্র মোদী ২৯ বছর পর, বললেন: ‘‘রাম সকলের, সকলের মধ্যেই রাম’’
অযোধ্যায় নরেন্দ্র মোদী ২৯ বছর পর এলেন। এলেন বিজেপির বহু প্রতিশ্রুত রামমন্দিরের শিল্যান্যাসে। শিলান্যাসের পর বললেন, ‘‘রাম সকলের, সকলের মধ্যেই রাম রয়েছেন।’’
অযোধ্যায় নরেন্দ্র মোদী ২৯ বছর পর এলেন। এলেন বিজেপির বহু প্রতিশ্রুত রামমন্দিরের শিল্যান্যাসে। শিলান্যাসের পর বললেন, ‘‘রাম সকলের, সকলের মধ্যেই রাম রয়েছেন।’’
অযোধ্যায় রামমন্দির চত্বরে ভূমিপুজো ও শিলান্যাসের আমন্ত্রণপত্র এ বার প্রকাশ্যে এল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও আরও তিন অতিথির নাম রয়েছে।
অযোধ্যার রাম মন্দির মামলা বিচারের জন্য পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চ গঠন করে দিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এই বেঞ্চ বসে মামলার শুনানি শুরু করবে।
Copyright 2021 | Just Duniya