মিলখা সিং-এর স্মৃতিতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামল ভারতীয় ক্রিকেট দল

মিলখা সিং-এর স্মৃতিতে কালো আর্মব্যান্ড

জাস্ট দুনিয়া ডেস্ক: মিলখা সিং-এর স্মৃতিতে কালো আর্মব্যান্ড পরে দ্বিতীয় দিন মাঠে নামলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল সাদাম্পটনে। বৃষ্টির ভ্রুকূটি রয়েছে আগামী পাঁচদিনই। তার মধ্যে একদিন পুরোপুরি নষ্ঠ হয়ে গিয়েছে। এক কথায় দ্বিতীয় দিন থেকেই শুরু হল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। প্রথম দিন না খেলতে পারার হতাশার মধ্যেই ভারতীয় শিবিরকে ধাক্কা দিয়েছিল মিলখা সিং-এর প্রয়ানের খবর। এদিন খেলতে নেমে তাঁকেই সম্মান জানাল ভারতীয় ক্রিকেট।

শুক্রবার কোভিডে আক্রান্ত হয় প্রয়াত হন তিনি। তাঁর স্মরণে ব্যক্তিগতভাবে অনেকেই টুইট করেছেন।এবার পালা ছিল দলগতভাবে। ভারতীয় দল যখন মাঠে নামে তখন তাঁদের সকলেরই হাতে বাঁধা ছিল কালো ব্যান্ড। এর পর বিসিসিআই টুইট করে সে কথা জানায়। বিসিসিআই টুইটে লেখে, ‘‘কোভিড-১৯-এ প্রয়ান মিলখা সিং-এর স্মরণে ভারতীয় দল কালো আর্মব্যান্ড পরেছে।’’

শুক্রবার রাত ১১.৩০ নাগাদ প্রায়ত হন তিনি। তার ঠিক ৫ দিন আগেই কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন তাঁর স্ত্রী নির্মল কাউর। এর আগে বিরাট কোহলি টুইটে লিখেছিলেন, ‘‘সেরার লক্ষ্য গোটা দেশকে প্রেরণা দেবে এই ধারা। কখনও হাল না ছাড়া এবং স্বপ্নের পিছনে তাড়া করা। আত্মার শান্তি কামনা করি মিলখাজি-র। আপনাকে কখনও ভুলব না।’’ তাঁর সঙ্গে একটি ছবিও পোস্ট করেন বিরাট।

এ ছাড়া টুইট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর জয় শাহ-রা। সৌরভ লেখেন, ‘‘এই খবরে আমি খুবই হতাশ। ভারতের সেরা ক্রীড়াবিদের মধ্যে একজন। আপনিই নতুন প্রজন্মের ভারতীয়দের অ্যাথলিট হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। আপনাকে কাছ থেকে জানার সৌভাগ্য আমার হয়েছে।’’ সচিন লেখেন, ‘‘আমাদের প্রিয় উড়ন্ত শিক মিলখা সিং জি-র আত্মার শান্তি কামনা করি। আপনার মৃত্যু সব ভারতীয়ের মনে খালি জায়গা তৈরি করবে। তবে আগামী প্রজন্মকেও আপনি প্রেরণা দিয়ে যাবেন।’’

এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)