এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেশের কুস্তিগীরেরা

ছবি—ভিনেশ ফোগতের টুইটার থেকে

জাস্ট দুনিয়া ডেস্ক: কুস্তিগীরেদের যৌন হেনস্থার অভিযোগে ধর্নায় বসেছেন দেশের কুস্তিগীরেরা। তাঁদের অভিযোগ ছিল, তাঁদের অভিযোগের ভিত্তিতে ক্রীড়ামন্ত্রক কোনও ব্যবস্থা নেয়নি। তারও আগে ব্যবস্থা নেয়নি দিল্লি পুলিশ। তাঁদের অভিযোগ, দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানানো স্বত্ত্বেও তারা ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি। তার প্রতিবাদেই দিল্লিতে ধর্নায় বসেন সাত মহিলা কুস্তিগীর। তাঁদের মধ্যে যেমন রয়েছেন ভিনেশ ফোগত তেমনই রয়েছে সাক্ষী মালিক। মহিলা কুস্তিগীরেদের সঙ্গে যোগ দিয়েছেন বজরং পুনিয়ার মতো নাম করা পুরুষ কুস্তিগীরও।

এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তাঁরা। ব্রিজভূষণের বিরুদ্ধে অবিলম্বে যাতে এফআইআর দায়ের করা হয় সেই দাবিই তুলেছেন সকলে। এদিন সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছেন তাঁরা। গত শুক্রবার দিল্লির কনট প্লেস থানায় প্রথম অভিযোগ দায়ের করেছিলেন তাঁরা। সেই সাত মহিলা কুস্তিগীরের তালিকায় ছিলেন এক নাবালিকাও। তার পর দু’দিন কেটে গিয়েছে। কিন্তু দায়ের করা হয়নি এফআইআফ। তার পর সেই দাবিতে রবিবার ধর্নায় বসেন তাঁরা।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে চিঠি পাঠিয়েছে দিল্লির মহিলা কমিশন। তাদের তরফেও দিল্লি পুলিশের কাছে জবাব চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এদিকে কেন্দ্র ক্রীড়ামন্ত্রকের তৈরি কমিটিও কোনও রিপোর্ট এখনও জমা দেয়নি। সব মিলে ক্রমশ পিছিয়ে যাচ্ছে অভিযোগের পক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার কাজ। জানা গিয়েছে দিল্লি পুলিশের তরফে সেই কমিটির রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই তারা তদন্তে নামতে চায়।

এদিকে ব্রিজভূষণ বিজেপি সাংসদ হওয়ায় বিষয় আরও জটিল আকাড় ধারণ করেছে। অনেকেই মনে করছে রাজনৈতিক ক্ষমতার কারণেই তার বিরুদ্ধে কোনও এফআইআর করা হচ্ছে না। বরং রাজনীতিকদের উপর ভরসা করা যে ভুল হয়েছে সেটাও স্বীকার করে নিয়েছেন ভিনেশ ফোগত। তিনি বলেন, ‘‘আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করছি না। শেষবার আমাদের ভুল পথে চালিত করা হয়েছিল। আশা করব এবার আর কোনও রাজনীতি থাকবে না।’’

এবার তাঁরা সবাইকেই তাঁদের প্রতিবাদে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন। বজরং পুনিয়া বলেন, ‘‘এবার সব দলকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিবাদে সেটা বিজেপি, কংগ্রেস, আপ অথবা যে কোনও অন্য দল হতে পারে। আমরা কোনও দলের অধিনে নই।’’

রবিবার রাতটা তাঁরা ফুটপাতেই কাটিয়েছেন। সেখানেই খেয়েছেন, সেখানেই ঘুমিয়েছেন। আর সোমবার তাঁদের প্রথম কাজই ছিল উচ্চ আদালতে অভিযোগ দায়ের করা। একটা পুরো দিন, রাত ফুটপাতে কাটানোর পর ভিনেশ ফোগত বলেন, ‘‘আমরা এখনও এখানেই দিন, রাত কাটবো। যতক্ষণনা আমরা ন্যায় পাব ততক্ষণ এখানেই বসে থাকব।’’ভিনেশ ফোগত নিজের সোশ্যাল মিডিয়ায় ফুটপাতে শুয়ে থাকার ছবিও পোস্ট করেছেন। তার সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘‘পোডিয়াম থেকে ফুটপাথ পর্যন্ত। মধ্যরাতে খোলা আকাশের নিচে ন্যায়ের আশায়।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle