বিশ্বকাপ শেষ শিখর ধাওয়ানের, বিদায় বেলায় কী বার্তা দিলেন তিনি

বিশ্বকাপ শেষ শিখর ধাওয়ানের

জাস্ট দুনিয়া ডেস্ক: বিশ্বকাপ শেষ শিখর ধাওয়ানের । এমনটা যে হবে তা বোঝাই যাচ্ছিল। তবুও কোথাও শেষ পর্যন্ত দেখতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু হল না। বিশ্বকাপ থেকে শিখর ধাওয়ানের বিদায় নিশ্চিত হয়ে গেল। দলে ঢুকে পড়লেন ঋষভ পন্থ। যাঁকে বাদ দেওয়া নিয়ে রীতমতো সমালোচনার ঝড় উঠেছিল। সেই পন্থই ফিরলেন দলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ধাওয়ান। আর সেই ম্যাচে প্যাট কামিন্সেরে বল এসে লাগে ধাওয়ানের বাঁ হাতের বুড়ো আঙুলে। স্ক্যান করে দেখা যায় হারে চির ধরেছে। তিন সপ্তাহের বিশ্রামের পর ফেরার একটা আশা ছিল। কিন্তু সেটা হল না। বুধবার জানিয়ে দেওয়া হল ২০১৯ বিশ্বকাপে আর খেলা হচ্ছে না শিখর ধাওয়ান।

এই খবরের পর ধাওয়ান নিজে টুইট করে সেই কথা জানিয়েছেন। তাঁর গলায় ঝড়ে পড়ছিল একরাশ হতাশা। বিশ্বকাপ খেলা একটা স্বপ্ন। আর সেখানে ফর্মে থাকা অবস্থায় ছিটকে যাওয়াটা মেনে নেওয়া খুবই কঠিন। তবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধাওয়ান বলেন, ‘শো মাস্ট গোল অন’।