ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দুই ম্যাচ জিতলেই সেমিফাইনাল ভারতের

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে আবার ম্যানচেস্টারে ফিরছেন বিরাট কোহলিরা। দারুণ ছন্দে রয়েছে ভারতীয় দল। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে সেই ছন্দ একটু হলেও টলে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের। যা ক্রমশ কঠিন হওয়া বিশ্বকাপের জন্য ভারতের কাছে শিক্ষনীয় ছিল। বড় বড় দলের বিরুদ্ধে সহজ জয়ের পর একটা ছোট দলও যে এ ভাবে চাপে ফেলতে পারে তাদের সেটা বোঝা দরকার ছিল বিরাট কোহলিদের। সেই ম্যাচে ভারতকে সব থেকে বেশি সমস্যায় ফেলেছে এমএস ধোনির মন্থর ব্যাটিং। যা নিয়ে ক্রিকেট বিশ্বে কম সমালোচনা হয়নি। টিম ম্যানেজমেন্টের সামনে ধোনির ব্যাটিং পজিশন নিয়ে পরীক্ষা-নিরিক্ষার একটা সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে।

এর মধ্যেই সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন দলের ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। নেটে বলও করেছেন। তাঁকে দেখে সন্তুষ্ট বিরাট কোহলি থেকে দলের ফিজিও। কিন্তু এখনই মহম্মদ শামি কে বসিয়ে ভুবনেশ্বরকে দলে নেওয়ার সাহস দেখাবে না টিম ম্যানেজমেন্ট। কারন আফগানিস্তানের বিরুদ্ধে হারতে বসা ম্যাচকে শেষ ওভারে হ্যাটট্রিক করে বের করে এনেছিলেন তিনিই।

নেট প্র্যাকটিসে দুই ওপেনার:

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার আবার নামছে ভারত। যে মাঠে পাকিস্তানকে এই নিয়ে সপ্তমবার বিশ্বকাপের মঞ্চে হারিয়ে দিয়েছিল কিছু দিন আগেই। সেদিন বৃষ্টি সমস্যা করলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এ দিন ম্যানচেস্টারে। যা শুনে স্বস্তিতে দুই দল।

কী বলছেন ভরত অরুণ:

ভারত পাঁচ ম্যাচের মধ্যেই চারটিতে জয় তুলে নিয়েছে। একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। হাতে রয়েছে আরো চারটি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও ভারতকে খেলতে হবে ইংল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। এর মধ্যে দুটো ম্যাচ জিতলেই ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। যদিও ভারত চাইবে সব ম্যাচ জিতেই সেমিফাইনালে পৌঁছতে।

কী বলছেন ভরত অরুণ:

ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে সেই সংখ্যাটা কমিয়ে আনতে চাইবে ভারতীয় দল। অন্য দিকে, ওয়েস্ট ইন্ডিজের সামনে সম্মানের লড়াই। ইতিমধ্যেই নক-আউট থেকে ছিটকে যাওয়া ক্যারিবিয়ানদের সামনে সসম্মানে দেশের ফেরার লক্ষ্য। যে কারনে ভারতকে হারাতে চাইবে তারা। পাকিস্তানের বিরুদ্ধে জিতে দারুণভাবে বিশ্বকাপ যাত্রা শুরু করলেও পর পর চার ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

ছবি ও ভিডিও: বিসিসিআই টুইটার